বাংলা হান্ট ডেস্ক: ধীরে ধীরে বঙ্গে শীত পড়তে শুরু করেছে। সকালের দিকে চাদর জড়াতে হচ্ছে ইতিমধ্যে। আর এমন আবহাওয়ার ফলে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে। পাশাপাশি এই মরশুমে ত্বক শুষ্ক হচ্ছে। আর শুষ্ক ত্বকের জন্য আপনি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারও করছেন। তবে সেই ভাবে আশানুরূপ কোন ফল পাচ্ছেন না। কিন্তু এই শুষ্ক আবহাওয়ায় নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন এই ৫টি ঘরোয়া রেমিডি। যা ব্যবহার করলে পরে এই শীতকালে ত্বকের খসে খসে ভাব ভ্যানিস হয়ে যাবে (Skin Care)।
খসখসে ত্বক মুহূর্তে মসৃণ! ঘরের ৫ উপাদানেই মিলবে উজ্জ্বলতা (Skin Care)
১) নারকেল তেল: ভাই শীতকালে ব্যবহার করতে পারেন নারকেল তেল। এটি ত্বকে শুষ্কতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি ত্বকে পুষ্টির যোগান দেয়। তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ২-৩ ফোঁটা নারকেল তেল ভালোভাবে গায়ে মেখলে আপনি উপকার পাবেন (Skin Care)।

২) অ্যালোভেরা জেল: অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী। এটি ত্বকের জ্বালা ভাব ও লালচে ভাব দূর করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের মধ্যে খসখসে ভাব বা ত্বকের শুষ্কতা দূর করতে পারে। এর জন্য একটি প্রতিদিন আপনি দুবার করে ব্যবহার করুন।
৩) পেট্রোলিয়াম জেলি: ত্বকের শুষ্কতা দূর করতে ব্যবহার করতে পারেন পেট্রোলিয়াম জেলি। এটি ব্যবহার করলে পরে ত্বকের উপর একটি রক্ষা কবজ তৈরি হয়। যা ত্বককে শুষ্ক করতে দেয় না। তবে রাত্রেবেলা আপনি যদি পেট্রোলিয়াম জেলি শরীরে মাখেন তাহলে ভালো উপকার পাবেন।
৪) মধু ও গোলাপ জল: মধু প্রাকৃতিকভাবে শরীর ও ত্বকের জন্য ভীষণ উপকারী। এই শীতকালে আপনারও যদি ত্বক শুষ্ক লাগে। তাহলে একটি পাত্রে মধুও গোলাপ জলে মিশ্রণ তৈরি করে সে মিশ্রণটি মাখতে পারে। তাহলে এই সমস্যা থেকে আপনি উপকার পাবেন।
৫) মধু ও দুধের মিশ্রণ: মধু ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে শুষ্ক হতে দেয় না। তাই এক চামচ কাঁচা দুধের মধ্যে ১/২ চামচ মধু মিশে একটি মিশ্রণ তৈরি করুন। এরপর সেই মিশ্রণটি ভালোভাবে লাগিয়ে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন এটি আপনার শুষ্ক ত্বককে মসৃণ করে দিয়েছে (Skin Care)।












