নেতাদের কাজে খুশি নন অভিষেক? রিপোর্ট কার্ড হাতে পেতেই বড় সিদ্ধান্ত নেবেন মমতা!

Published on:

Published on:

Abhishek Banerjee to Submit SIR Report to Mamata on Dec 6
Follow

বাংলা হান্ট ডেস্কঃ SIR অর্থাৎ ভোট সংশোধন প্রক্রিয়ায় তৃণমূলের নেতারা ঠিকমতো কাজ করছেন কি না, তা খতিয়ে দেখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এই সব তথ্য জোগাড় করে ৬ ডিসেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নেতাদের কাজের রিপোর্ট তুলে দেবেন তিনি।

নেতাদের কাজ কেমন হচ্ছে মমতাকে জানাবেন অভিষেক (Abhishek Banerjee)

এবার এসআইআর প্রক্রিয়ায় কোথায় সমস্যা হচ্ছে, আর কোথায় তৃণমূলের নেতারা ভালো কাজ করছেন, এসব নজর রাখছেন অভিষেক (Abhishek Banerjee)। তিনি আগেই বলেছিলেন, পরিকল্পনা ছাড়া এত কম সময়ে এসআইআর করা ঠিক নয়। এতে অনেক বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে।

তাই দলের নেতাদের সক্রিয়ভাবে কাজ করতে বলেন তিনি। এ নিয়ে অভিষেক (Abhishek Banerjee) ভার্চুয়াল বৈঠকও করেছেন। কোথাও কাউকে প্রশংসা করেছেন, আবার কোথাও কাউকে বকাও দিয়েছেন। দায়িত্বও ভাগ করে দিয়েছেন সবার মধ্যে। ৪ নভেম্বর থেকে এসআইআর-এর ফর্ম বিলি ও জমা নেওয়া শুরু হয়েছে। ৪ ডিসেম্বর পর্যন্ত এই কাজ চলবে। নির্বাচন কমিশন যেভাবে তথ্য ডিজিটাল করছে, তেমনই তৃণমূলের বিএলএ-২ কর্মীরাও নিজেদের পক্ষ থেকে ভোটার তালিকার তথ্য সংগ্রহ করছেন। এই তথ্য ‘দিদির দূত’ অ্যাপে আপডেট করা হচ্ছে। কারা ভালো কাজ করলেন, কারা করলেন না, সব তথ্য যাবে মমতার কাছে

অভিষেক (Abhishek Banerjee) এবার আলাদা করে খতিয়ে দেখছেন কর্মীরা কি কি কাজ করছে এবং কিভাবে কাজ করছে, সেই সবকিছু। কোন নেতা ঠিকমতো কাজ করেছেন, কারা পিছিয়ে পড়েছেন, আর কারা দায়িত্ব দেওয়ার পরও গুরুত্ব দেননি, ৬ ডিসেম্বর অভিষেক এই পুরো রিপোর্ট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে।

Abhishek Banerjee to Submit SIR Report to Mamata on Dec 6

আরও পড়ুনঃ রাজ্যের দুয়ারে রেশন কি থাকবে? কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

দলীয় সূত্রের খবর, অভিষেকের (Abhishek Banerjee) দেওয়া ওই রিপোর্টের ভিত্তিতেই সামনে ভোটের আগে বহু নেতার পদ নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন মমতা। এর আগেও লোকসভা ভোটে খারাপ ফল হওয়া এলাকায় পৌরসভার চেয়ারম্যান বদলের ঘটনা ঘটেছিল। তাই এবারও পরিবর্তন হতে পারে বলে মনে করছে তৃণমূলের অন্দরমহল।