বাংলাহান্ট ডেস্ক : এসআইআর (SIR) নিয়ে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য জানতে পারা যাচ্ছে। ভোটার তালিকার সংশোধনীতে তৎপর নির্বাচন কমিশন। সম্প্রতি কমিশনের তরফে জানানো হয়েছে, নতুন ভোটারদের অনলাইনে নাম তুলতে হবে। অফলাইনে নাম তুলতে পারবেন না তাঁরা। অনলাইনে ফর্ম ৬ পূরণ করে নাম তুলতে হবে নতুন ভোটারদের।
এসআইআরে (SIR) নতুন ভোটারদের জন্য নিয়ম বদল
এর আগে পর্যন্ত অবশ্য নিয়ম ভিন্ন ছিল। অনলাইন এবং অফলাইন দুরকম ভাবেই নাম তুলতে পারতেন নতুন ভোটাররা। ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া নিয়েও কড়া হয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও মৃত ভোটারের নামে যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয় তবে যিনি ফিল আপ করেছেন তাঁকে সমস্যার সম্মুখীন হতে হবে।

মৃত ভোটার নিয়ে কড়া কমিশন: মৃত ভোটারের নামে যদি এনুমারেশন ফর্ম ফিল আপ করা হয় তবে ডিইও থেকে বিএলও পর্যন্ত সকলের বিরুদ্ধেই নির্বাচন কমিশন কড়া ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। একই সঙ্গে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রেও আনা হয়েছে নতুন নিয়ম। অনলাইনে (SIR) নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে বলে জানা যাচ্ছে। ই সাইন করা হবে আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে।
আরও পড়ুন : ছুটি কাটাতে গিয়ে বিয়ে! চুপিসারে লাস ভেগাসে গাঁটছড়া বাঁধলেন তনুশ্রী, পাত্রটি কে?
খসড়া ভোটার তালিকা প্রকাশ: উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। নতুন ভোটাররা তারপরেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। ইউআইডিএআই এর তরফে এ রাজ্যে মৃত ভোটারের সংখ্যা জানিয়েছে। আগেই ইউআইডিএআই এর কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছিল।
আরও পড়ুন : সাতদিন নায়িকা ছাড়া শুটিং, অবশেষে মিলল দিতিপ্রিয়ার ‘বিকল্প’, নতুন ‘অপর্ণা’ কে?
জেলার ভিত্তিতে মৃত ভোটারের তালিকা তৈরি করা হয়েছে বলে খবর। রাজ্যের ২৪ জেলার নির্বাচনী আধিকারিকের কাছে ওই তালিকা পাঠানো হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসলেই স্পষ্ট হবে রাজ্যে মৃত ভোটারের সংখ্যা।












