বাংলাহান্ট ডেস্ক : প্রতিটি স্কুলেই একাদশ শ্রেণির ক্ষেত্রে সেমিস্টার সংক্রান্ত ফি নির্ধারণ করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (HS Council)। এতদিন উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টারের ক্ষেত্রে ফি এর কোনও নির্দিষ্ট সীমা ছিল না। তার জন্য এক একটি স্কুল এক এক রকম ফি ধার্য করত। কিন্তু এবার বিজ্ঞপ্তি জারি করে সেমিস্টার পিছু ফি নির্ধারণ করে দিল সংসদ।
স্কুল প্রতি সেমিস্টারের ফি নির্ধারণ করে দিল শিক্ষা সংসদ (HS Council)
শিক্ষা সংসদের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিটি স্কুল সেমিস্টার ফি বাবদ ৭০ টাকার বেশি নিতে পারবে না। এই টাকাটা বরাদ্দ খাতেই ব্যবহার করতে হবে বলেও স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফে।

কত টাকা নেওয়া হবে সেমিস্টারে: যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এ বিষয়ে বলেন, মাত্র ৭০ টাকায় সেমিস্টার পদ্ধতিতে সব ব্যবস্থা করা কঠিন। কিন্তু শিক্ষা সংসদের (HS Council) নির্দেশ মেনে এই টাকার মধ্যেই পরীক্ষা নিতে তারা বাধ্য বলে জানান তিনি। যদিও সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানান শিক্ষক সংগঠনগুলি।
আরও পড়ুন : সাতদিন নায়িকা ছাড়া শুটিং, অবশেষে মিলল দিতিপ্রিয়ার ‘বিকল্প’, নতুন ‘অপর্ণা’ কে?
স্কুলে সমতা আনতেই এই নির্দেশ: বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির তরফে বলা হয়েছে, সংসদের এ সিদ্ধান্তকে ইতিবাচক বলেই মনে করছেন তাঁরা। সেমিস্টারের ফি (Semester Fees) এর ক্ষেত্রে এরপর সমতা আসবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, প্রতিটি স্কুলের ক্ষেত্রে সমতা আনতেই সংসদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : নতুন ভোটারদের নাম তোলায় নিয়ম বদল, মৃত ভোটারদের নাম সরাতে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের
এদিকে বেশ কিছু স্কুলের তরফে বলা হয়েছে, কম্পোজিট গ্ল্যান্টের টাকাই ঠিক মতো পৌঁছায় না। তার উপর মাত্র ৭০ টাকায় পরীক্ষা পরিচালনা যথেষ্ট কঠিন হবে বলেই মনে করা হচ্ছে। প্রশ্ন ছাপানো থেকে ওএমআর শিটে প্রথম সেমিস্টারের ব্যবস্থা করা, সবকিছু এই টাকায় কীভাবে সম্ভব হবে তা শিক্ষা সংসদের ভাবনা চিন্তা করা উচিত বলে মনে করছে বেশ কিছু স্কুল।












