হাঁসফাঁস করা গরম, দোসর তাপপ্রবাহ! প্রাণ ওষ্ঠাগত হবে এপ্রিলেই, ভয়ঙ্কর অ্যালার্ট IMD-র

বাংলাহান্ট ডেস্ক : এপ্রিল মাসের বেশ কয়েকটি দিন কেটে গেছে। ইতিমধ্যে দিল্লির তাপমাত্রা অসহ্যকর হয়ে উঠেছে। গ্রীষ্মকালে সূর্যের তেজ বৃদ্ধির সাথে সাথে বিকেলেও দিল্লিতে দেখা যায় রোদের খেলা। দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে এখনো দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেনি।

তবে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তীব্র গরমের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে 40 ডিগ্রি সেলসিয়াস ছড়িয়ে যেতে পারে দিল্লির তাপমাত্রা। নাজাফগড় আবহাওয়া স্টেশন রাজধানীর তাপমাত্রা বৃহস্পতিবার 40.1 ডিগ্রি রেকর্ড করেছে। সাফদরজং বেস স্টেশন বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে 39.1 এবং 39 ডিগ্রিতে শহরের তাপমাত্রা রেকর্ড করেছে দিল্লির।

আরোও পড়ুন : কলকাতায় শুরু হবে বাসের আকাল, চরমে উঠবে যাত্রী ভোগান্তি

আবহাওয়া দপ্তর মনে করছে পশ্চিমী ঝঞ্ঝার ফলে 14 এপ্রিল থেকে দিল্লির তাপমাত্রা নেমে আসতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার থেকে কিছু কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। শনি ও রবিবার বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে।

আরোও পড়ুন : পড়ুয়াদের জন্য দুর্দান্ত উদ্যোগ সরকারের! স্কলারশিপ পাবেন ৫৪০০-৭৮০০ টাকার, কারা আবেদনের যোগ্য ?

তবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে এপ্রিলের তৃতীয় সপ্তাহে দিনের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এপ্রিল মাসে দিল্লিতে তাপপ্রবাহের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আইএমডি বলছে, দক্ষিণ উপদ্বীপের অনেক অংশ, উত্তর-পশ্চিম মধ্য ভারত সংলগ্ন, পূর্ব ভারতের কিছু অংশ এবং উত্তর-পশ্চিম ভারতের সমভূমি অংশ এবার স্বাভাবিকের থেকে বেশি উষ্ণ হতে পারে।

heat c8f58210 311b 11e8 8c5f 3c6cc031651e 201904221449

এছাড়াও তাপ প্রবাহের সর্তকতা জারি করা হয়েছে ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা এবং তেলেঙ্গানায়। এপ্রিল-জুন মাসে দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। সব মিলিয়ে বলা যায় নাজেহাল অবস্থা হবে দেশবাসীর।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর