বিক্রির জন্য প্রস্তুত রতন টাটার ভিলা! বেশি দামে কিনতে ইচ্ছুক পুরনো বন্ধু

Published on:

Published on:

Villa of Ratan Tata up for sale.
Follow

বাংলা হান্ট ডেস্ক: গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৯ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। তিনি ছিলেন এমন এক শিল্পপতি যাঁর অনুরাগীর সংখ্যা রয়েছে বিপুল। তবে, এবার একটি বড় আপডেট সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, সেশেলসের বৃহত্তম দ্বীপ মাহেতে স্থিত প্রয়াত শিল্পপতি রতন টাটার সমুদ্র সৈকতের ভিলাটি এখন বিক্রির জন্য প্রস্তুত।

বিক্রি হতে পারে রতন টাটার (Ratan Tata) ভিলা:

পাশাপাশি, এটাও জানা গিয়েছে যে, এয়ারসেলের প্রতিষ্ঠাতা সি. শিবশঙ্করন পরিবার ৬.২ মিলিয়ন ডলারে (প্রায় ৫৫ কোটি টাকা) এই ভিলাটি কিনতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে, নিযুক্ত স্বাধীন মূল্যায়নকারীরা ভিলার মূল্য নির্ধারণ করেছিলেন মাত্র ৮৫ লক্ষ টাকা। তবে শিবশঙ্করন এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। জেনে অবাক হবেন যে, শিবশঙ্করন রতন টাটাকে এই ভিলা কিনতে সাহায্য করেছিলেন।

Villa of Ratan Tata up for sale.

বিশেষ অনুমতি পেয়েছে টাটা: জানিয়ে রাখি যে, সাধারণ নিয়ম অনুযায়ী, কেবল নাগরিকরাই সেশেলে সম্পত্তি কিনতে পারেন। কিন্তু, রতন টাটার বিশ্বব্যাপী খ্যাতির কারণে তাঁকে বিশেষ অনুমতি দেওয়া হয়। ১৯৮২ সালে, সেশেলস সরকার টাটা মোটরসের অবদানের সম্মানে একটি স্মারক ডাকটিকিট জারি করে। এদিকে, রতন টাটা তাঁর উইলে, এই সম্পত্তিটি RNT অ্যাসোসিয়েটসের কাছে রেখে যান। উল্লেখ্য যে, RNT অ্যাসোসিয়েটস হল সিঙ্গাপুর রেজিস্টার্ড ফান্ড। যেটি বেশ কয়েকটি ভারতীয় স্টার্টআপে বিনিয়োগ করেছে। তথ্য অনুযায়ী, ২০০৪ সালের পর কিছু সময়ের জন্য রতন টাটার ডেনিস আইল্যান্ডের সম্পত্তি ইন্ডিয়ান হোটেলস (তাজ) দ্বারা পরিচালিত হয়েছিল। কিন্তু বর্তমানে সেশেলস-এ টাটা মোটরস এবং তাজের কোনও ব্যবসায়িক কার্যক্রম নেই।

আরও পড়ুন: সামরিক শক্তিতে বাজিমাত ভারতের! মিলল “মেজর পাওয়ার”-এর তকমা! কোথায় দাঁড়িয়ে পাকিস্তান?

টাটার সঙ্গে শিবশঙ্করনের দীর্ঘদিনের বন্ধুত্ব: উল্লেখ্য যে, ৬৯ বছর বয়সী শিবশঙ্করন প্রায়শই রতন টাটার সঙ্গে তাঁর বন্ধুত্বের বিস্তারিত বিবরণ শেয়ার করেছেন। ৭ বছর ধরে, শিবশঙ্করন প্রতিদিন সকাল ৭ টা বেজে ১৫ মিনিটে মুম্বাইয়ের বখতাওয়ার ভবনে টাটার ৩-বিএইচকে বাড়িতে যেতেন এবং তাঁর সঙ্গে প্রায় ৪৫ মিনিট সময় কাটাতেন।

আরও পড়ুন: ১,৭০০ শতাংশেরও বেশি রিটার্ন! এই সংস্থার শেয়ার রকেটের গতি, আপনার পোর্টফোলিওতে আছে নাকি?

এদিকে, যদি ভিলাটি বিক্রি হয়ে যায়, সেক্ষেত্রে বিক্রয়ের অর্থ রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশন এবং রতন টাটা এনডাউমেন্ট ট্রাস্টের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এই ব্যবস্থাটি ১৬ জুন, ২০২৫ তারিখের বোম্বে হাইকোর্টের আদেশ অনুসারে কার্যকর হবে। তবে, লেনদেন কীভাবে হবে তা স্পষ্ট নয়। কারণ সেশেলস সুপ্রিম কোর্টে শিবশঙ্করনের বিরুদ্ধে দেউলিয়া হওয়ার মামলা চলছে।