আজ থেকে বাড়বে ভোগান্তি! নববর্ষে নাজেহাল দক্ষিণবঙ্গ, আসছে নয়া দুর্যোগ: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: রবিবার পয়লা বৈশাখ। আজ বাঙালি কেনাকাটিতেই ব্যস্ত থাকবে। গত দুদিন সেরম বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে (South Bengal)। বেড়েছে তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, এবার বদলাবে আবহাওয়া। আরও বাড়বে গরম। পয়লা বৈশাখ থেকেই আবহাওয়া পরিবর্তন হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ শনিবার কেমন থাকবে আবহাওয়া? দেখুন লেটেস্ট আপডেট।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পয়লা বৈশাখ (Poila Baisakh 2024) থেকেই গোটা দক্ষিণবঙ্গে ফের গরম অনুভূত হবে। এপ্রিলেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। শনিবার থেকেই ফের তাপমাত্রা উর্ধমুখী হবে। আগামী কয়েক দিনে গোটা রাজ্যেই তাপমাত্রা বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

   

আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়ার কিছু অংশে। তবে হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তিলোত্তমায় বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।

আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস, এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। তালিকায় থাকতে পারে পশ্চিমের জেলা গুলি। অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল হতে হবে মানুষকে। পশ্চিমের জেলাগুলিতে একলাফে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

weather 0

আরও পড়ুন: দিল্লির মসনদে BJP-ই ফিরছে, নাম না করেও লোকসভার ফলাফল জানিয়ে দিলেন অরিত্র

আজ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। আগামী সাত দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। পয়লা বৈশাখেও ভিজতে পারে কয়েকটি জেলা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে। সামান্য বাড়তে পারে তাপমাত্রা।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর