বাংলা হান্ট ডেস্ক : ভারতকে (India) আরও শক্তিশালী করে তুলতে বড়সড় লাফ দিল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। দেশকে শক্তিশালী করতে ভারতীয় সশস্ত্র বাহিনীর (Indian Air Force) জন্য ৬৫ হাজার কোটি টাকার অস্ত্র এবং সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিল ভারত সরকার। আর এই বিপুল অঙ্কের টেন্ডার গেল ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (Hindustan Aeronautics Ltd) কাছে।
সূত্রের খবর, এই চুক্তির আওতায় মোট ৯৭টি এলসি মার্ক ১এ যুদ্ধবিমান কেনা হবে। যার পুরোটাই তৈরি করবে হ্যাল। ভারত সরকারের এই উদ্যোগে দেশীয় সংস্থা যে বুকে বল পাবে সেকথা বলাই বাহুল্য। একই সাথে বৃদ্ধি পাবে দেশের ক্ষমতাও। রিপোর্ট বলছে, দেশীয় সামরিক হার্ডওয়্যারের জন্য ভারত সরকারের দেওয়া সবচেয়ে বড় অর্ডার এটিই।
শোনা যাচ্ছে, এই চুক্তি পূরণের জন্য হ্যালকে মোট তিনমাস সময় দিয়েছে সরকার। চুক্তি অনুযায়ী, সংস্থাটি দেশের জন্য এলসিএ মার্ক ১এ যুদ্ধবিমান তৈরি করবে। অর্থাৎ এবার থেকে আর মিগ-২১, মিগ-২৩ এবং মিগ-২৭-এর মত যুদ্ধবিমান কেনার প্রয়োজন পড়বেনা। সেই সাথে যুদ্ধাস্ত্র রপ্তানিতেও আরেক কদম এগিয়ে যাবে ভারত।
আরও পড়ুন : প্লে অফে খেলবে এই ৪ দল! IPL গ্রুপ পর্বেই হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই একবার ৮৩টি এলসি মার্ক ১এ ফাইটার জেটের অর্ডার দেওয়া হয়েছে হ্যালকে। খুব শীঘ্রই সেই ফাইটার জেট সরবরাহ করা হবে বলে খবর। তার মাঝেই ফের একবার বড়সড় পদক্ষেপ নিল ভারত সরকার। এতে করে হ্যাল যেমন লাভবান হবে তেমনই লাভবান হবে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির সংস্থাগুলির ব্যবসাগুলিও।
উল্লেখ্য যে, এলসিএ মার্ক ১এ হল তেজসের আধুনিক সংস্করণ। এরকম মোট ৯৭টি বিমান কিনতে চলেছে ভারত। চুক্তি চূড়ান্ত হওয়ার পর এই তথ্য প্রথম জানান, ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী। কিছুদিন আগেই হ্যাল কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় বায়ুসেনার একটি বৈঠকও হয়।