বাংলা হান্ট ডেস্কঃ সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। প্রথম দিনেই বড় পদক্ষেপ নিতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitharaman)। এদিন লোকসভায় পেশ হতে চলেছে কেন্দ্রীয় আবগারি (সংশোধন) বিল, ২০২৫, যেখানে তামাক ও তামাকজাত পণ্যের উপর নতুন করে সেস আরোপের প্রস্তাব রয়েছে।
তামাক ও সিগারেটের উপর বাড়ছে সেস
বর্তমানে তামাক ও তামাকজাত পণ্যে জিএসটি ক্ষতিপূরণ সেস বসে। নতুন বিল পাস হলে এই পুরনো ক্ষতিপূরণ সেস বন্ধ করে নতুন কাঠামো আনা হবে। প্রস্তাব অনুযায়ী, ৪০% জিএসটির উপরে আরও ৭০% সেস আরোপ করা হবে। সিগারেটের ক্ষেত্রে প্রতি ১,০০০ সিগারেটের ওপর ২,৭০০ টাকা থেকে সর্বোচ্চ ১১,০০০ টাকা পর্যন্ত নির্দিষ্ট সেস বসবে। এই নির্দিষ্ট সেসের পরিমাণ নির্ভর করবে সিগারেটের দৈর্ঘ্যের উপর।
সরকারের দাবি, বর্তমান ক্ষতিপূরণ সেস অ্যাকাউন্টে থাকা ঋণ ও সুদের সম্পূর্ণ নিষ্পত্তি হলেই আগের সেস তুলে নেওয়া হবে। তার পরে রাজস্ব ক্ষতি যাতে না হয়, তাই এই নতুন সেস কাঠামো আনা হচ্ছে।
এখন তামাক পণ্যে কত কর বসে?
এখন তামাক, সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্যে ২৮% জিএসটি এবং ৫% থেকে ২৯০% পর্যন্ত ক্ষতিপূরণ সেস আরোপিত হয়। নতুন বিল কার্যকর হলে ক্ষতিপূরণ সেস বাদ গিয়ে নতুন সেস চালু হবে।

আরও পড়ুনঃ নন্দীগ্রাম ভোট পরবর্তী হিংসা মামলায় ৪২ তৃণমূল নেতা-কর্মীকে নোটিস, বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের
পান মশলাতেও আসছে নতুন সেস?
এদিন আরেকটি গুরুত্বপূর্ণ বিল পেশ করবেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)। স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেস বিল, ২০২৫। এই বিলে পান মশলা এবং সম্ভবত অন্যান্য কিছু পণ্যের উপর নতুন সেস আরোপের প্রস্তাব থাকতে পারে। কোন পণ্য এতে অন্তর্ভুক্ত হবে, তা পরে স্পষ্ট করবে সরকার। শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এই দুই বিল পেশ হওয়ায় সংসদে আলোচনার ঝড় উঠবে বলেই মনে করা হচ্ছে।












