বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) নিয়ে একের পর এক মামলা। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানেও কীভাবে অযোগ্য প্রার্থী বসলেন সেই প্রশ্ন তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। সোমবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহার সাফ নির্দেশ, ‘দাগি’দের পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে।
কমিশনকে কড়া নির্দেশ হাইকোর্টের | SSC
এর আগে আদালতের নির্দেশে দাগিদের তালিকা প্রকাশ হয়েছে ঠিকই। তবে সোমবার ফের সেই তালিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি সিনহা। বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি-গ্রুপ ডি-র ৩,৫১২ জনের তালিকা প্রকাশ করেছে। তবে তারাই সুপ্রিম কোর্টে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা ৭,২৯৩।
এরপরই বুধবারের মধ্যে এই ৭ হাজার ২৯৩ জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করার জন্য কমিশনকে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। আদালতের নির্দেশ, আউট অফ প্যানেল, র্যাঙ্ক জাম্প ও ওএমআর মিস ম্যাচদের বিস্তারিত তথ্য দিয়ে ৭২৯৩ জনের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। পাশাপাশি এসএসসির মামলায় মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নামের তালিকা তলব করেছে কলকাতা হাই কোর্ট। পরবর্তী শুনানির দিন তালিকা দেওয়ার নির্দেশ বিচারপতি সিনহা।
প্রসঙ্গত, এই ৭ হাজার ২৯৩ জনের মধ্যে অযোগ্য শিক্ষক-শিক্ষিকা সহ অশিক্ষক কর্মীদের নাম রয়েছে। ইতিমধ্যেই এসএসসি ১৮০৬ জন নবম-দশম, একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষক ও ৩,৫১২ দাগি অশিক্ষক দাগি কর্মীদের তালিকা প্রকাশ করেছে। এবার প্রায় সাড়ে সাত হাজারের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের।

আরও পড়ুন: বুধবারের পরই আবহাওয়ার ডিগবাজি! দক্ষিণবঙ্গে একধাক্কায় কতটা নামবে তাপমাত্রা? আগাম খবর দেখুন
উল্লেখ্য, হাইকোর্টের রায় বহাল রেখে গত ৩ এপ্রিল এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নিয়োগে দুর্নীতির জেরে এক ধাক্কায় ২৫ হাজার ৭৩৫ জন চাকরি যায়। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। এরই মধ্যে একের পর এক মামলা আদালতে।












