বাংলা হান্ট ডেস্কঃ পয়লা বৈশাখ মানে বাংলা জুড়ে উৎসবের মেজাজ! কিন্তু সেই আনন্দের দিনেই উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি (Sandeshkhali)। নববর্ষের দিন তিন তৃণমূল (TMC) কর্মীর দোকান পুড়ে ছাই হয়ে গেল। অভিযোগের তীর বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতিদের দিকে। যদিও গেরুয়া শিবির সেই অভিযোগ অস্বীকার করেছে।
এদিন ঘটনাটি ঘটেছে সন্দেশখালির ভাণ্ডারখালি বাজারে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, সেখানকার একটি চায়ের দোকান এবং দু’টি মনোহারির দোকানে আগুন লেগেছিল। সকালবেলা দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পয়লা বৈশাখের (Poila Boisakh) দিন সকালে বাজারে এসে মানুষজন দেখেন দাউ দাউ করে জ্বলছে পরপর তিনটি দোকান। নিমেষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
নববর্ষের দিন দোকান ভস্মীভূত হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন মালিকরা। চোখের জল ফেলতে থাকেন রণজিৎ মণ্ডল, ইন্দ্রজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল। সম্পর্কে তাঁরা তুতো ভাই। সেই সঙ্গেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত। আজ সকালে তাঁদের তিনজনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুনঃ ‘গো ব্যাক’ স্লোগান শুনে রেগে কাঁই! প্রকাশ্যে যুবককে ঠাটিয়ে থাপ্পড় অধীর চৌধুরীর
দোকানে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বছরের প্রথম দিন এহেন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দোকানের মালিকরা দোষীদের শাস্তির দাবি তুলেছেন। পাশাপাশি ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে তৃণমূল শিবির।
রাজ্যের শাসক দলের অভিযোগ, নির্বাচনের মুখে এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করতে অশান্তি তৈরি করতে চাইছে বিজেপি। এদিন আবার বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সন্দেশখালিতে রোড শো করার কথা রয়েছে। সেদিন এমন ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এদিকে কয়েকদিন আগে স্থানীয় এক বিজেপি কর্মীর আলাঘরে আগুন লেগে গিয়েছিল। সেবার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। যদিও সেবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছিল। এবার বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।