বাংলা হান্ট ডেস্ক: “ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু দেশের জনগণের টাকায় বাবরি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন”, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) এমন বিস্ফোরক মন্তব্যে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ভদোদরার সাধলি গ্রামে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং দাবি করেন, নেহরুর সেই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছিলেন প্যাটেল এবং সরকারি অর্থে কোনও ধর্মীয় স্থাপনা নির্মাণের অনুমতি তিনি দেননি। তাঁর কথায়, দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্যাটেল ছিলেন সত্যিকারের ধর্মনিরপেক্ষ নেতা, যিনি কখনও তোষণমূলক রাজনীতির পক্ষে ছিলেন না এবং নেহরুর প্রস্তাব সেদিন তাঁর নীতির সঙ্গেই সাংঘর্ষিক ছিল।
বাবরি মসজিদ বিতর্কে বিস্ফোরক দাবি রাজনাথের (Rajnath Singh)
রাজনাথ সিং (Rajnath Singh) এদিন বলেন, নেহরু বাবরি মসজিদ সরকারি অর্থে নির্মাণের কথা তুলেছিলেন। কিন্তু সর্দার প্যাটেল তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে কোনও ধর্মীয় স্থাপনার জন্য জনগণের করের টাকা ব্যবহার করা ঠিক নয়। এরপরই নেহরু সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রসঙ্গ তুললে প্যাটেল ব্যাখ্যা করেন, সোমনাথ মন্দিরের সংস্কারের জন্য এক পয়সাও সরকারি কোষাগার থেকে ব্যয় হয়নি। কারণ সাধারণ মানুষের দানেই মন্দিরপুনরুদ্ধারের প্রয়োজনীয় ৩০ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল এবং একটি স্বতন্ত্র ট্রাস্ট সেই কাজটি পরিচালনা করেছিল। রাজনাথের দাবি, ধর্মনিরপেক্ষতার প্রকৃত ব্যাখ্যা এখানেই—ধর্মীয় স্থাপনা জনগণই তৈরি করবেন, সরকার নয়।
আরও পড়ুন: জাতীয় সড়ক দখলের হুমকি! হুমায়ুনকে ‘আগাম গ্রেপ্তার’ করতে বললেন সিভি আনন্দ বোস
সোমনাথ মন্দিরের উদাহরণ টেনে প্রতিরক্ষামন্ত্রী (Rajnath Singh) বলেন, রাম মন্দির নির্মাণেও সরকারি টাকার ব্যবহার হয়নি; দেশের সাধারণ মানুষই এর সমস্ত ব্যয় বহন করেছেন। এদিন তিনি সর্দার প্যাটেলের প্রতি ইতিহাসের অবিচারের কথাও তুলে ধরেন। তাঁর অভিযোগ, নেহরুর সঙ্গে মতভেদ থাকা সত্ত্বেও প্যাটেল দেশের স্বার্থে তাঁর সঙ্গে কাজ করেছিলেন, কারণ তিনি মহাত্মা গান্ধীকে সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পর বহু বছর ধরে দেশের রাজনীতিতে এবং ইতিহাসে প্যাটেলের অবদানকে আড়াল রাখার চেষ্টা হয়েছিল, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতই ছিল বলে অভিযোগ করেন রাজনাথ।
রাজনাথ (Rajnath Singh) আরও দাবি করেন, প্যাটেলের মৃত্যুর পর তাঁর স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য সাধারণ মানুষ যখন তহবিল সংগ্রহ করছিলেন, তখন নেহরু বলেছিলেন এই অর্থ কূপ ও রাস্তা নির্মাণে ব্যয় করা উচিত। এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর কটাক্ষ, কূপ এবং রাস্তা তৈরি করা সরকারের দায়িত্ব, জনগণের স্মারক তহবিলের দায়িত্ব নয়। তাঁর মতে, নেহরুর এই প্রস্তাব প্রমাণ করে তৎকালীন সরকার প্যাটেলের উত্তরাধিকারকে আড়াল করতেই বেশি আগ্রহী ছিল এবং তাঁর প্রকৃত মর্যাদা তুলে ধরতে চায়নি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্দার প্যাটেলের কৃতিত্ব ও ভূমিকা নতুন করে প্রতিষ্ঠা করেছেন এবং তাঁকে ইতিহাসের পাতায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পুনরায় সামনে নিয়ে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: রেস্তোরাঁর স্বাদ ঘরেই! চিকেন খিচুড়ি ট্রাই করুন নতুন উপায়ে, রেসিপি জানুন
এদিনের এই মন্তব্যের জেরে দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। নেহরুর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের প্রমাণ কোথায়—তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। অন্যদিকে, রাজনাথ সিংয়ের বক্তব্যকে ঐতিহাসিক সত্য উদ্ঘাটন বলে ব্যাখ্যা করেছে বিজেপি। স্বাধীনতার পর ভারতীয় রাজনীতির পথচলায় নেহরু বনাম প্যাটেল বিতর্ক বরাবরই আলোচিত ছিল। এবার প্রতিরক্ষামন্ত্রীর (Rajnath Singh) এই বক্তব্য সেই বিতর্ককে আরও তীব্র করেছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।












