বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহ দুয়েক আগে ‘ভাইপো’র দু’টো বাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিজেপি নেতা বলেছিলেন, ভাইপোর দু’টো বাড়ি ট্যাগ করা হয়েছে। যেদিন নিলাম হবে, সেদিন ওই বাড়ি দু’টো আমরা কিনব। এবার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বাড়ি কেনার কথা বললেন তিনি। যা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস।
রবিবার বসিরহাটের বিজেপি (BJP) প্রার্থী রেখা পাত্রের সমর্থনে সন্দেশখালিতে (Sandeshkhali) প্রচারে গিয়েছিলেন শুভেন্দু। সেই সভামঞ্চ থেকেই শাহজাহানের বাড়ি কেনার কথা বলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সি সেই বাড়ি (Sheikh Shahjahan House) নিলাম করলে তিনি কিনতে চান বলে জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
শুভেন্দু বলেন, ‘ইডি, সিবিআই যদি নিলাম করে তাহলে আমি শেখ শাহজাহানের বাড়ি কিনব। ও আর কোনোদিনই জেল থেকে বেরোতে পারবে না। একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে করেছে। ওর ভাই এবং আরও বহু তৃণমূল নেতার অবস্থাও শাহজাহানের মতোই হবে’।
আরও পড়ুনঃ হিন্দু সন্ন্যাসীদের নিশানা! বহরমপুরের ঘটনায় সরব বিজেপি, TMC-কে চরম আক্রমণ অমিত মালব্যর
বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এই প্রসঙ্গে বলেন, ‘শুভেন্দুর যদি টাকা বেশি থাকে তাহলে উনি কিনতেই পারেন। এই বিষয়ে কারোর কিছু বলার থাকতে পারে না’।
উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে প্রথম ইডির নজর আসেন সন্দেশখালির ‘ত্রাস’ শাহজাহান। তল্লাশির জন্য তাঁর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। কিন্তু তল্লাশি শুরুর আগেই তাঁদের ওপর হামলা করেন উত্তেজিত জনতার দল। নিজেদের প্রাণ বাঁচাতে রীতিমতো পালাতে হয় ইডি আধিকারিকদের।
এই ঘটনার জল বহুদূর অবধি গড়িয়েছিল। প্রায় দু’মাস মতো গা ঢাকা দিয়ে থাকার পর মিনাখাঁ থেকে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন এই বহিষ্কৃত তৃণমূল নেতা। এরপর সিবিআই এবং ইডি গ্রেফতার করে তাঁকে। বর্তমানে সন্দেশখালি কাণ্ডের তদন্ত করছে সিবিআই। অন্যদিকে ইডি স্ক্যানারে রয়েছে তাঁর বিপুল সম্পত্তি। ইতিমধ্যেই শাহজাহানের কয়েকশো কোটির সম্পত্তির খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। তাঁর বাড়ি সহ বেশ কিছু প্রপার্টি বাজেয়াপ্তও করেছে ইডি।