সংস্থা মিলছে না! রোজভ্যালি অডিট নিয়ে টালমাটাল পরিস্থিতি, বিরক্ত হাই কোর্ট

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ রোজভ্যালি কেলেঙ্কারির টাকা ফেরত দিতে তৈরি অ্যাসেট ডিসপোজাল কমিটির (এডিসি) বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগে ফরেনসিক অডিট নিয়ে চলেছে তীব্র টানাপোড়েন। একাধিক কেন্দ্রীয় সংস্থা সরে দাঁড়ানোর পর এবার অডিট করতে অস্বীকার করল রাজ্যের অর্থ দপ্তরও। ফলে চরম অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) চিটফান্ড সংক্রান্ত বিশেষ বেঞ্চ।

ফরেনসিক অডিট করতে পারবে না রাজ্য, হাই কোর্টে (Calcutta High Court) জানাল অর্থ দপ্তর

মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে রাজ্য লিখিতভাবে জানায়, তাদের কাছে এই অডিট করার মতো পরিকাঠামো নেই, দক্ষ কর্মীও নেই। তাই তারা এই দায়িত্ব নিতে পারবে না। এই অবস্থায় হতাশ আদালত (Calcutta High Court)।

অডিট প্রশ্নে ফের চাপে হাইকোর্ট

এর আগে প্রথমে সেবি (SEBI) জানায় তারা অডিট করতে পারবে না। এরপর ২৫ নভেম্বর ক্যাগ (CAG) কয়েক সপ্তাহের টালবাহানার পর বিশেষ বেঞ্চে লিখিতভাবে জানিয়ে দেয়, তারাও এই ফরেনসিক অডিট করতে অপারগ। এই পরিস্থিতিতে হাই কোর্ট (Calcutta High Court) চাইছিল দায়িত্বটি রাজ্য নিক। কিন্তু তারাও অস্বীকার করায় আদালত ফের ক্যাগকে দায়িত্ব দেওয়ার দিকেই ঝুঁকেছে।

এদিন দুই বিচারপতি কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজুকে অনুরোধ করেন যেন ক্যাগের মাধ্যমে ফরেনসিক অডিট করাতে কোনও দক্ষ, অভিজ্ঞ আধিকারিকের ব্যবস্থা করা হয়। আগামী ৪ ডিসেম্বর পরবর্তী শুনানি, সেদিন আদালতকে (Calcutta High Court) এই বিষয়ে জানাতে বলা হয়েছে।

ইতিমধ্যেই দু’মাস ধরে এডিসি কমিটি আমানতকারীদের টাকা মেটানো বন্ধ রেখেছে। এই নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছে বেঞ্চ। কমিটির বক্তব্য, মামলা বিচারাধীন থাকায় তারা টাকা দেওয়া আপাতত স্থগিত রেখেছে।

রোজভ্যালির বাজেয়াপ্ত সম্পত্তি ও দিঘার হোটেল বাণিজ্যিক কাজে ব্যবহার করছে এমন অভিযোগও উঠেছে এডিসি কমিটির বিরুদ্ধে। ইডি বাজেয়াপ্ত করেছিল কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। সেই সম্পত্তির দায়িত্বেই ছিল অ্যাসেট ডিসপোজাল কমিটি। কিন্তু এখন সেই কমিটির বিরুদ্ধেই নয়ছয় নিয়ে কার্যত হয়রান হাই কোর্ট (Calcutta High Court)।

আরও পড়ুনঃ ‘২ বছরের কাজ ২ মাসে!’ তৃণমূলের দাবিতে এবার সরাসরি খোঁজ নিল কমিশন, ফোন গেল CEO দপ্তরে

সেবি নেই, ক্যাগ নেই, রাজ্যও অস্বীকার করেছে, ফলে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আর্থিক নিয়ন্ত্রণ ও অডিট কারা করবে, তা নিয়ে আদালত (Calcutta High Court) কার্যত অচলাবস্থার মুখে। আগামী ৪ ডিসেম্বরের শুনানিতে এই জট খুলবে কি না, এখন সেদিকেই নজর।