ভোটের আগে বড় নির্দেশ! দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকে বঙ্গ বিজেপি সাংসদরা, কী বার্তা প্রধানমন্ত্রীর?

Published on:

Published on:

PM Narendra Modi Tells Bengal BJP MPs to Keep SIR Process Simple and Transparent
Follow

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এসআইআর ঘিরে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই বুধবার সকালে সংসদ ভবনে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে এসআইআর প্রক্রিয়া, সীমান্ত পরিস্থিতি থেকে শুরু করে আগামী বিধানসভা ভোট, সবকিছু নিয়েই বিস্তারিত আলোচনা হয় বলে খবর সূত্রের।

এসআইআর নিয়ে মোদীর (PM Narendra Modi) স্পষ্ট নির্দেশ

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, বৈঠকের শুরুতেই মোদি (PM Narendra Modi) এসআইআর প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট করে দেন। তিনি সাংসদদের উদ্দেশ্যে বলেন “SIR প্রক্রিয়া যেন জটিল না হয়। সাধারণ মানুষকে বুঝিয়ে বলুন, এটা শুধু বৈধ ভোটারদের রাখার এবং অবৈধ নাম বাদ দেওয়ার নিয়মিত ব্যবস্থা। তাই পুরো প্রক্রিয়া স্বচ্ছ, সহজ এবং মানুষের বোঝার উপযোগী রাখুন।” মোদি আরও বলেন, “এসআইআর নিয়ে ভুল তথ্য ছড়ালে তার মোকাবিলা করতে হবে তথ্যভিত্তিক যুক্তি দিয়ে, এবং মাটির মানুষ পর্যন্ত পরিষ্কার বার্তা পৌঁছে দিতে হবে।”

বৈঠকে উপস্থিত সাংসদদের আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশেষ নির্দেশ দেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। তিনি বলেন, “দলের সংগঠনের শক্তি ক্রমেই বেড়েছে। ২০১১ থেকে ২০১৬, ২০১৯, তারপর ২০২৫, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান ধারাবাহিক, তাই মনোযোগ হারানো বা বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই।

তৃণমূল ও মুখ্যমন্ত্রীর নাম সরাসরি না বললেও মোদী সাংসদদের সতর্ক করে দেন বলে খবর। সূত্র মারফত খবর, “অন্য কোনও রাজনৈতিক দলের প্রচারে বিভ্রান্ত হবেন না। দলের শক্তিতে, কর্মীদের নিষ্ঠায় আস্থা রাখুন।”

খগেন মূর্মূর উপর হামলা নিয়ে মোদীর উদ্বেগ

বৈঠকে আলাদা করে উত্তর মালদহের সাংসদ খগেন মূর্মূ-র উপর হামলার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সূত্র জানায়, মোদি জানতে চান হামলার দিন কী হয়েছিল? বর্তমানে সাংসদের শারীরিক অবস্থা কেমন? তাঁর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন আছে কি না? এরপর নাকি তিনি আশ্বাস দেন, প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হবে।

PM Narendra Modi Tells Bengal BJP MPs to Keep SIR Process Simple and Transparent

আরও পড়ুনঃ সংস্থা মিলছে না! রোজভ্যালি অডিট নিয়ে টালমাটাল পরিস্থিতি, বিরক্ত হাই কোর্ট

শেষে মোদী (PM Narendra Modi) সকল সাংসদকে ধন্যবাদ জানান এবং গত কয়েক বছরে তাঁদের কর্মতৎপরতার প্রশংসা করেন।‌ তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং রাজ্যের যে কোনও বিভ্রান্তিকর প্রচারের মোকাবিলা করতে হবে তথ্য দিয়ে।