বাংলাহান্ট ডেস্ক : করোনা মহামারী গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। বদলে গিয়েছিল পৃথিবীর স্বাভাবিক ছন্দ। সোশ্যাল ডিসটেন্স মানতে গিয়ে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল একে অপরের থেকে। এর প্রভাব পড়েছিল সমাজের প্রতিটি স্তরে। বর্তমানে নিয়ন্ত্রণ করা গেছে এই মহামারী রোগকে। কোভিডকে ঠেকানোর জন্য তৈরি হয়েছে ভ্যাকসিন।
কিন্তু তবুও এখনো মানুষের মন থেকে সম্পূর্ন ভাবে দূরে সরে যায়নি করোনা আতঙ্ক। হলদিবাড়ি স্টেশনে দীর্ঘদিন ধরে করোনা আক্রান্ত ব্যক্তি বহনকারী ট্রেন রাখা ছিল। এই ট্রেনকে ঘিরে হলদিবাড়ির বাসিন্দাদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্ক তৈরি হয়। তবে এবার এই আতঙ্কের দিন শেষ হতে চলেছে হলদিবাড়ির বাসিন্দাদের। রেলের পক্ষ থেকে এই ট্রেনটিকে এবার অকশনে বিক্রি করে দেওয়া হল।
আরোও পড়ুন : শিয়ালদা-সেক্টর ফাইভ রুটের মেট্রো নিয়ে সুখবর! অফিস যাওয়া আরও সহজ, সময়সূচিতেও বড় পরিবর্তন
হলদিবাড়ি স্টেশনের সুপারিনটেনডেন্ট সত্যজিৎ তিওয়ারি জানিয়েছেন, শিলিগুড়ির একটি ঠিকাদার সংস্থা কিনেছে এই ট্রেনটিকে। ওই ঠিকাদার সংস্থা ইতিমধ্যেই ট্রেনটির বগি ভাঙতে শুরু করেছে। গত মার্চ মাসে নিউ জলপাইগুড়ি থেকে এই ২২ বগির ট্রেনটি নিয়ে আসা হয় হলদিবাড়ি স্টেশনে। এই খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এই ট্রেনে বহন করা হয়েছিল কোভিড আক্রান্ত রোগীদের। তারপর দীর্ঘদিন এই ট্রেন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল নিউ জলপাইগুড়ি স্টেশনে। স্টেশন খালি করতে এই ট্রেনটিকে প্রথমে নিউ জলপাইগুড়ি থেকে নিয়ে আসা হয় শিলিগুড়ি। তারপর সেখানে স্থানীয়দের আপত্তি থাকায় এটিকে নিয়ে আসা হয় হলদিবাড়ি।