ভাইরাল যুগল! পণ্যবাহী ট্রেনের নিচে বসে ঘনিষ্ঠ মুহূর্ত, ভিডিয়ো যাচাই করতেই উঠে এল সম্পূর্ণ অন্য সত্য

Published on:

Published on:

Viral Video close couple sitting under the train another truth behind the video
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিজস্ব সময় কাটার জন্য রেললাইন কে বেছে নিয়েছিল এক যুগল। কিন্তু নিরিবিলিতে প্রেম করতে গিয়ে মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য বেঁচে ফিরলেন তারা। আর তাদের সেই ভিডিও সম্প্রতি ভাইরাল সমাজ মাধ্যমে (Viral Video)। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রেনটি চলতে শুরু করে। যা দেখে যথারীতি শিউরে উঠেছিল সকলেই। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমাজ মাধ্যমে নানান বিতর্ক সৃষ্টি হয়েছে।

ট্রেনের নীচে বসে ঘনিষ্ঠ যুগল! ভাইরাল ভিডিয়োর পেছনে অন্য সত্য (Viral Video)

সূত্রের খবর ভাইরাল হওয়া এই ভিডিয়োটি (Viral Video) কৃত্তিম মেধা দিয়ে তৈরি। পাশাপাশি ঘটনাটি বিহারের ঘটনা নয়। কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ায়, সাময়িকভাবে সমাজ মাধ্যমে নেটিজেনেরা আতঙ্কিত হয়েছিল। [যদিও এই ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট।]

সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল, প্রেমিক প্রেমিকা পণ্যবাহী ট্রেনের নিচে বসে প্রেম করছেন। এবং একে অপরকে জড়িয়ে ধরে বসে রয়েছেন ঘনিষ্ট অবস্থায় রেলের ট্র্যাকে। বারবার জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন একে অপরকে। কিন্তু তারা ভুলে গিয়েছেন মাথার ওপরে যে রেলের ওয়াগন রয়েছে। তারা এতটাই অন্তরঙ্গ অবস্থায় বসে ছিল যে প্রাণের মায়া ও তুচ্ছ হয়ে উঠেছিল। হঠাৎ করে ট্রেনের বাঁশির আওয়াজ বেজে উঠতেই ট্রেনটি চলতে শুরু করে।

Viral Video close couple sitting under the train another truth behind the video

আরও পড়ুন: বড় আপডেট নেটফ্লিক্সে! মোবাইল অ্যাপে আর নেই এই জনপ্রিয় ফিচার, ইউজারদের মধ্যে অসন্তোষ

আর সেই ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া ভিডিওটিতে লক্ষ লক্ষ ভিউস পাওয়া গিয়েছে। পাশাপাশি ভিডিওটি লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি। কারণ সেখানে দেখা গিয়েছে পণ্যবাহী ট্রেনটির চাকা গড়ানো সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে চলতে শুরু করেছে। যদিও এই ধরনের ট্রেন দাঁড়িয়ে থাকার পর চলতে শুরু করলে ধীরে ধীরে চাকা গড়ায়।

এছাড়াও, পণ্যবাহী ট্রেনে ওয়াগনে একটি জানলা ও একটি দরজা খোলা অবস্থায় দেখা যায়। যদি এই ধরনের দরজা সাধারণত যাত্রীবাহী ট্রেনেই থাকে। পণ্যবাহী কামড়ায় কোন দরজা বা জানলা থাকেনা। পাশাপাশি ওয়াগানে গায়ে অদ্ভুত কিছু শব্দ লেখা রয়েছে যার কোন অর্থ পাওয়া যায়নি। যার ফলে ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি করা হয়েছে (Viral Video)।