বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) মামলার রায়দান কবে হবে? বর্তমানে সেই অপেক্ষায় রাজ্যের সরকারি কর্মচারীরা। এরই মধ্যে সুখবর এল রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য। ২০২৪-এ ডিএ ঘোষণার পর অবশেষে ১০ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ পেতে চলেছেন পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মীরা।
ডিএ হাতে পাচ্ছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা | Dearness Allowance
জানিয়ে রাখি, সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের জন্য মহার্ঘ ভাতা সংক্রান্ত নিয়ম জারি করল স্কুল শিক্ষা দফতর। উল্লেখ্য, ২০২৪ এবং ২০২৫ সালে ১০ শতাংশ করে মোট ২০ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য। ডিএ ঘোষণা হলেও সেই ডিএ কবে মিলবে এতদিন সেই দিনক্ষণ জানানো হয়নি।
দীর্ঘ অপেক্ষার পর গত সোমবার স্কুল শিক্ষা দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, অর্থ দফতরের অনুমোদনের জন্য এই সংক্রান্ত কাজ এতদিন আটকে ছিল। অনুমোদন মিলতেই পেতেই নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, রোপা-২০০৯ অনুযায়ী বেতনভুক্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ২০২৪-এর এপ্রিল থেকে ভাতা দেওয়া হবে।
বকেয়া-সহ ওই মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের ১০ শতাংশ হারে দিক বৃদ্ধির পর তা পৌঁছেছে ১৬১ শতাংশে। উল্লেখ্য, যে হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি হওয়ার কথা ছিল তা স্কুল শিক্ষা দফতর কার্যকর করেনি।

আরও পড়ুন: বিচারপতিদের নিয়ে মন্তব্য করে জোর বিপাকে কল্যাণ? যা বললেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি…
এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “বহু বার শিক্ষা দফতর ও নবান্নে দরবার ডিএ-প্রাপ্ত স্কুলগুলির প্রাপ্য নিয়ে দরবার করা হয়েছে। এখনও ১০ শতাংশ বাকি থেকে গেল, যা ২০২৫-এর এপ্রিল থেকে প্রাপ্য।” ডিএ গেটিং স্কুলের শিক্ষকদের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি কেমন সেই বিষয়েও তোপ দাগেন তিনি।












