বাংলাহান্ট ডেস্ক : গুজরাটের ব্যবসায়ী ভবেশ ভাই ভান্ডারী তিলে তিলে তৈরি করেছিলেন নিজের সাম্রাজ্য। অগাধ টাকা, বিশাল প্রতিপত্তি, জীবন ছিল স্বপ্নের মতো। তবে এসব কিছুর মায়া ত্যাগ করে নতুন জীবন শুরুর সিদ্ধান্ত নিলেন ভবেশ ভাই। জানা গেছে, নিজের সঞ্চিত ২০০ কোটি টাকা দান করে সন্ন্যাসী হতে চলেছেন তিনি।
সবরকাঁথা জেলার হিম্মতনগরের বাসিন্দা এই ব্যবসায়ী। ভবেশ ভাই ও তাঁর স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন জাগতিক মোহমায়া কাটিয়ে তাঁরা সন্ন্যাস গ্রহণ করে নতুন জীবন শুরু করবেন। যদিও এই খবর এখনো বিশ্বাস করতে পারছেন না এই ব্যবসায়ীর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা। তাই অনেকেই ফোন করছেন নিশ্চিত হওয়ার জন্য।
আরোও পড়ুন : সোমেই সুসংবাদ! এবার চালক ছাড়াই হুহু করে ছুটবে মেট্রো, নিমেষেই পৌঁছে যাবেন গন্তব্যে
ভবেশ ভাইয়ের জন্ম উচ্চবিত্ত পরিবারে। যুক্ত হয়েছিলেন নির্মাণ শিল্পের ব্যবসার সাথে। এই ব্যবসায়ী জৈন সম্প্রদায়ের। তাই পরিবারের সাথে জৈন সাধুদের সম্পর্কের একটি ইতিহাস রয়েছে। যদি এখন ভবেশ ভাই ও তাঁর স্ত্রী সন্ন্যাস গ্রহণ করেন, তাহলে বিলাসবহুল জীবনযাপন ত্যাগ করতে হবে তাঁদের। এসি, মোবাইল ফোনের মতো জিনিসও ব্যবহার করতে পারবেন না।
এমনকি ব্যবহার করা যাবে না ফ্যানও! ভবেশ ভাইয়ের রয়েছে ২ সন্তান। ১৬ বছরের ছেলে ও ১৯ বছরের মেয়ে রয়েছে এই গুজরাটি ব্যবসায়ীর। ২০২২ সালে ভবেশ ভাইয়ের দুই সন্তান সন্ন্যাস গ্রহণ করেন। এরপরই ভবেশ ভাই ও তাঁর স্ত্রী সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত নেন। জানা যাচ্ছে ভবেশ ভাই ও তাঁর স্ত্রী আগামী ২২শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করবেন।