বাংলা হান্ট ডেস্কঃ সিগারেটের দাম কোনওভাবেই কমতে দেবে না কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় আবগারি (সংশোধনী) বিল ২০২৫-এর আলোচনার সময় এই বার্তাই দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। জিএসটি কমপেনসেশন সেস শেষ হয়ে গেলেই তামাকজাত পণ্যে ফের বসতে চলেছে পুরনো আবগারি শুল্ক।
সিগারেট সস্তা হতে দেওয়া যাবে না, বললেন নির্মলা (Nirmala Sitharaman)
আলোচনায় অর্থমন্ত্রী স্পষ্ট জানান, কমপেনসেশন সেস উঠে গেলে সিগারেটের উপরে করের চাপ কমে যাবে। জিএসটির অধীনে সর্বাধিক ৪০ শতাংশ পর্যন্ত কর বসতে পারে। কিন্তু শুধুই জিএসটি থাকলে সিগারেট তুলনামূলক সস্তা হয়ে যেতে পারে, সেই আশঙ্কা থেকেই কেন্দ্র আবার আবগারি শুল্ক ফিরিয়ে আনছে। এই প্রসঙ্গে নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সরাসরি বলেন, “আমরা চাই না যে সিগারেট সস্তা হয়ে যাক।”
অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) আরও জানান, জিএসটি (GST) চালু হওয়ার আগেও সিগারেট বা তামাকজাত পণ্যের উপরে আলাদা ট্যাক্স ছিল এবং তা প্রতি বছরই বাড়ানো হত। উদ্দেশ্য ছিল ধূমপায়ী কমানো। জিএসটি আসার পর যে দাম বেড়েছে, তেমনও নয়। তাই স্বাস্থ্যগত ঝুঁকির কথা মাথায় রেখেই কেন্দ্র সেস শেষ হলে আগের আবগারি শুল্ক ফিরিয়ে আনছে। নির্মলা বলেন, “এটা স্বাস্থ্য় সংক্রান্ত উদ্বেগের বিষয়। তাই করের কাঠামোও আলাদা হওয়া উচিত, যাতে মানুষের খারাপ অভ্যাস না হয়ে যায়।”

আরও পড়ুনঃ ‘আমরা ন্যায় পাইনি’, ৩২ হাজার চাকরি বহাল রায়ের পরই বঞ্চিতদের সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা
উল্লেখ্য, নতুন বিলে স্পষ্ট প্রস্তাব রয়েছে যে, সিগারেট, পান মশলা থেকে শুরু করে নিকোটিন মেশানো সমস্ত সিন গুডসের উপর বাড়ানো হবে আবগারি শুল্ক। আগামী বছরেই জিএসটি কমপেনসেশন সেস পুরোপুরি শেষ হয়ে যাবে। কেন্দ্রের মতে, সেস উঠে যাওয়ার পরও এই ধরনের পণ্যের দাম যেন কোনও অবস্থাতেই না কমে যায়, তাই ফের কড়া কর কাঠামোর কথা বলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।












