বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা সংশোধন চলার সময়েই হঠাৎ নজরদারি বাড়াল নির্বাচন কমিশন (Election Commission)। পর্যবেক্ষক দল ইতিমধ্যেই এসে বিভিন্ন জায়গা খতিয়ে দেখছেন। ERO ও BLO-দের প্রয়োজনীয় নির্দেশও দিচ্ছেন তাঁরা। ঠিক এই সময়েই আবার শহরে হাজির হয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের তিন অফিসার। তাঁদের গতিবিধি সম্পর্কে সিইও দপ্তরের কোনও খবর নেই।
বেলেঘাটায় পৌঁছে ভোটারদের সঙ্গে সরাসরি কথা
কমিশন (Election Commission) সূত্রে জানা গেছে, বুধবার কলকাতার বেলেঘাটা এলাকায় ঘুরে বেড়িয়েছেন ওই তিন অফিসার। সরাসরি ভোটারদের কাছে গিয়ে খোঁজখবর নিয়েছেন তাঁরা। প্রয়োজনে ভোটারদের কাছ থেকে এনুমারেশন ফর্ম বা প্রয়োজনীয় নথিও চাইতে পারেন বলে জানা গেছে। তাঁরা বৃহস্পতিবার কোথায় যাবেন, সেটিও জানে না সিইও দপ্তর।
একই দিনে BLO-দের জরুরি মিটিং
বৃহস্পতিবারই রাজ্যের সব BLO-দের নিয়ে বৈঠক করার কথা ERO-দের। সিইও অফিস পরিদর্শনের পরিকল্পনাও রয়েছে ওইদিন। ঠিক তখনই কমিশন (Election Commission) রাজ্যজুড়ে হঠাৎ BLO-দের মিটিং ডাকে, যা নতুন জল্পনা বাড়িয়েছে।
বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে কথা বলার পর বিরোধী দলগুলি আইপ্যাককে কাঠগড়ায় তুলেছে। বিজেপি ও সিপিএমের অভিযোগ ডাটা এন্ট্রির কাজ কে করছে, কাদের দিয়ে করানো হচ্ছে, সবটাই অন্ধকারে রাখা হয়েছে। তাঁদের দাবি, ডাটা এন্ট্রি প্রক্রিয়াকে প্রকাশ্যে আনা হোক।
বুধবার পর্যন্ত কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু তথ্য সামনে এসেছে। সেগুলি হল –
- ফর্ম ফেরত আসেনি: ৫০ লক্ষ
- মঙ্গলবার সংখ্যা ছিল: ৪২ লক্ষ
- মৃত ভোটার: ২২ লক্ষ
- স্থানান্তরিত ভোটার: ১৭.৫ লক্ষ
- নিখোঁজ ভোটার: ৪ লক্ষ
- ডুপ্লিকেট ভোটার: ১.২ লক্ষ

আরও পড়ুনঃ “দাম যেন না কমে”, সিগারেটের কর কাঠামো নিয়ে বড় বার্তা দিলের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
এই পরিসংখ্যান রাজ্যে ভোটার লিস্ট সংশোধনকে ঘিরে আরও সন্দেহ ও উত্তাপ বাড়িয়েছে। নির্বাচনের আগে হঠাৎ কমিশনের (Election Commission) নড়াচড়া, পর্যবেক্ষকদের গোপন মোতায়েন, সব মিলিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন তৈরি হয়েছে।












