বিয়ের মরশুমে খুশির খবর! লক্ষ্মীবারে খানিকটা কমল সোনার দাম, জানুন আজকের রেট

Published on:

Published on:

Gold Price big drop at the beginning of winter know todays rate
Follow

বাংলা হান্ট ডেস্ক: সোনার দামে ফের মিলল স্বস্তি।গত কয়েক দিন আগে সোনার দাম ১ লাখের গণ্ডি পার করেছিল। তবে এই বিয়ের মরশুমে সোনার দাম অনেকটাই কমেছে। যার ফলে স্বস্তি পেলেন ক্রেতারা। এই সোনার দাম (Gold Price) কমায় হাঁফ ছেড়ে বাঁচলেন স্বর্ণ ব্যবসায়ীরাও। দেখে নিন আজকের লেটেস্ট রেট।

শীতের শুরুতেই সোনার দামে বড় চমক, জানুন আজকের গোল্ড প্রাইস (Gold Price)

প্রতিটি মধ্যবিত্তের কাছে সোনা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিয়ে হোক বা যে কোন অনুষ্ঠানে সোনার জিনিস দেওয়ার প্রচলন রয়েছে বহু জায়গাতে। তাছাড়া সোনা কেনাকে শুভ কাজের সঙ্গে তুলনা করা হয়। আবার অনেকেই সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে মুনাফা বেশি পাওয়া যায়। কিন্তু সোনার দাম বাড়লে, সোনা কেনার ক্ষেত্রে চাপ বাড়ে নাগরিকদের। তবে এই বিয়ের মরশুমে সোনার দাম কিছুটা কমায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মধ্যবিত্তরা। আপনিও যদি আজকের সোনার গহনা কেনার পরিকল্পনা করেন, তাহলে একবার দেখে নিন লেটেস্ট প্রাইস (Gold Price)।

 Gold Price big drop at the beginning of winter know todays rate

আরও পড়ুন: মরশুম বদলে ঠান্ডা লেগেছে? মুখের স্বাদে বদল আনতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্যুপটি, রেসিপি রইল

২২ক্যারেট (Karat) ১ গ্ৰাম হলমার্ক সোনা দাম (Gold Price) ১২২৮৫টাকা (+১৫)। ২২ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম হলমার্ক সোনা দাম ১২২৮৫০টাকা (+১৫০)। আজ ২৪ ক্যারেট (Karat) ১ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯২৫ টাকা (+১৫)। ২৪ ক্যারেট (Karat) ১০ গ্ৰাম পাকা সোনার দাম ১২৯২৫০টাকা (+১৫০)। এছাড়াও আজ ১ গ্ৰাম ২৪ ক্যারেট (Karat) পাকা সোনার বাটের দাম +১২৮৬০টাকা (+১৫)। ১০ গ্ৰাম ২৪ ক্যারেট পাকা সোনার (Gold) বাটের দাম +১২৮৬০০ টাকা (+১৫০)।

সোনার পাশাপাশি আজকে রুপোর দাম এক ঝলকে দেখে নিন। ১০০ গ্ৰাম খুচরো রুপোর (Silver) কিনতে দিতে হবে ১৭৯০৫(+২৯৫) টাকা। ১ কেজি খুচরো রুপোর কিনতে দিতে হবে ১৭৯০৫০(+২৯৫০) টাকা। পাশাপাশি আজ ১০০ গ্ৰাম রুপোর বাটের দাম ১৭৮৯৫টাকা (+২৯৫)। ১০০ কেজি রুপোর বাটের দাম ১৭৮৯৫০টাকা (+২৯৫০)।

বিয়ের মরশুমে সোনার দাম কমায়, স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে আবারও সোনার দাম (Gold Price) বাড়তে পারে।এমনকি, সোনার দাম বর্তমানে কম থাকায় আগামী দিনে বাড়তে পারার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।