বাবরি মসজিদ তৈরির ইস্যুতে বড় পদক্ষেপ! হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল

Published on:

Published on:

TMC Suspends Humayun Kabir Over Controversial Remarks
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) অবশেষে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস। বহুদিন ধরেই তাঁর মন্তব্য ও কাজকর্ম নিয়ে দলে অস্বস্তি তৈরি হচ্ছিল। একাধিক বার দল বিরোধী কথাও বলেছেন তিনি। সবদিক বিচার বিবেচনা করে অবশেষে এই সিদ্ধান্ত নিল দল।

বাবরি মসজিদ মন্তব্য ঘিরে শুরু বিতর্ক

হুমায়ুন কবীরকে (Humayun Kabir) নিয়ে মূল বিতর্কের সূত্রপাত হয় তাঁর বাবরি মসজিদ নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে। তিনি ঘোষণা করেছিলেন, মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদ’ তৈরি করবেন এবং ৬ ডিসেম্বরই তার শিলান্যাস করবেন। এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় রাজ্যের রাজনৈতিক অঙ্গনে। তৃণমূল তখন থেকেই তাঁর থেকে দূরত্ব রাখতে শুরু করে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বলেন, “তাঁকে তিনবার শোকজ করা হয়েছে, কিন্তু তিনি বদলাননি।” ফিরহাদের অভিযোগ, হুমায়ুন (Humayun Kabir) বিজেপির হয়ে মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। তিনি আরও বলেন, ২০১৯ সালে হুমায়ুন বিজেপির প্রার্থী ছিলেন, তাই তাঁর মনোভাব নিয়ে দলের সন্দেহ আগেই ছিল।

হুমায়ুনের (Humayun Kabir) নানা মন্তব্য নিয়েও ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। ফিরহাদ বলেন, “কখনও বলছেন কেটে গঙ্গায় ফেলে দেব, কখনও বলছেন বাবরি মসজিদ করব। এটা কি হনুমানের রাজত্ব?” তিনি বলেন, ধর্মীয় স্থাপনা তৈরি করতে চাইলে করা যায়, কিন্তু উস্কানি দিয়ে নয়। কৃষ্ণনগর থেকে মালদা পর্যন্ত শান্ত পরিবেশ নষ্ট করার চেষ্টা চলছিল বলেও অভিযোগ তোলেন ফিরহাদ। জানা যায়, মুর্শিদাবাদ প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর সভায় ডাকা হয়েছিল হুমায়ুনকে (Humayun Kabir)। তিনি পৌঁছনও। কিন্তু সাসপেন্ড হওয়ার খবর পাওয়ার পরই সভা থেকে বেরিয়ে যান তিনি।

গত কয়েক মাস ধরে ভরতপুরের এই বিধায়ককে (Humayun Kabir) ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছিল। কখনও প্রকাশ্যে দলকে আক্রমণ, কখনও জেলা নেতৃত্বকে কাঠগড়ায় তোলা, সব মিলিয়ে দলকে ক্রমশ অস্বস্তিতে ফেলছিলেন তিনি। এমনকি নতুন দল গঠনের ইঙ্গিতও দিয়েছিলেন। এছাড়া হুমায়ুন (Humayun Kabir) ঘোষণা করেছিলেন, ৬ ডিসেম্বর তিনি বাবরি মসজিদের শিলান্যাস করবেন। প্রশাসন বাধা দিচ্ছে এই অভিযোগ তুলে তিনি জাতীয় সড়ক অবরোধের ডাক দেন। এমনকি এসডিপিও-কে ‘কলার ধরে কথা বলব’ এমন হুঁশিয়ারিও দেন। এই নিয়ে নিরাপত্তা কর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

Humayun Kabir Skips Solidarity Day for Babri Mosque Foundation Event

আরও পড়ুনঃ ‘আদালত মধ্যযুগের নাইট নয়’, ৩২ হাজার মামলায় সিঙ্গল বেঞ্চের কোথায় ভুল? দেখাল হাই কোর্ট

সব কিছু মিলিয়ে তৃণমূল কংগ্রেস জানিয়ে দিল যে, হুমায়ুন কবীরকে (Humayun Kabir) দল থেকে সাসপেন্ড করা হল। ফিরহাদ স্পষ্ট জানান যে, “রাজ্যে সাম্প্রদায়িক রাজনীতি চলবে না। ধর্ম যার যার, উৎসব সবার।”