বাংলায় SIR করতে হল কেন? আজ স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা

Published on:

Published on:

Mamata Banerjee Says She Exposed BJP's SIR Tactic
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর নিয়ে টানাপোড়েন, জল্পনা, রাজনৈতিক আক্রমণ সবকিছুর মাঝেই আজ মুর্শিদাবাদে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ তিনি জানালেন কেন এসআইআর চালু হল, কী পরিস্থিতিতে রাজ্যকে এই প্রক্রিয়ায় যেতে হয়েছে, এবং কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে সরকার প্রস্তুত, সবকিছু।

SIR শুরু হতেই কটাক্ষ বিজেপির, আজ জবাব দিলেন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বাংলায় জল্পনা ছিল বিহারের মতো এখানেও কি একই পদ্ধতি আসছে? মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তখনই ঘোষণা করেছিলেন, বাংলায় তিনি SIR করতে দেবেন না। কিন্তু প্রক্রিয়া শুরু হতেই বিজেপি কটাক্ষ করে বলতে থাকে, “কই আটকাতে পারলেন না তো?” আজ সেই কটাক্ষের জবাবই দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মুর্শিদাবাদের প্রশাসনিক সভা থেকে তিনি বলেন, বিজেপির চালাকি তিনি ধরে ফেলেছেন।

আজ মুর্শিদাবাদের সভা থেকে সাধারণ মানুষকে আশ্বস্ত করে মমতা (Mamata Banerjee) স্পষ্টভাবে জানান, কারও নাম বাদ যাবে না, কাউকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হলেও ফিরিয়ে আনা হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের ভূমিকা মানুষের পাশে থাকার, তাই মানুষের পাশে থাকবে। এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন যে, “নিশ্চিন্তে থাকুন, আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত। কেউ বিতাড়িত হবেন না। আর কেউ হলে যেমন মৎস্যজীবীদের ফিরিয়ে আনি, তেমনই আনব।”

সোনালি খাতুনের ঘটনা উল্লেখ করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “সোনালি খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। তিনি গর্ভবতী মা। কেস করে বলেছি, ফিরিয়ে আনতে হবে।” উল্লেখ্য, গর্ভবতী সোনালিকে পুশব্যাক করা হয়েছিল বাংলাদেশে, এবং রাজ্য মামলা করার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় তাঁকে ফিরিয়ে আনার।

Mamata Banerjee Questions SIR Process

আরও পড়ুনঃ জনগণের প্রকল্পে বাড়তি তদারকি! ২৩ জেলার দায়িত্বে ২৩ আমলা, বড় পদক্ষেপ নিল নবান্ন

কেন এসআইআর করতে হল? জানালেন মুখ্যমন্ত্রী

এসআইআর নিয়ে সংশয় দূর করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, “SIR-এর নামে ভয় পাবেন না। শুধু কাগজ জমা দিন। ওরা টাইম বেছে নিয়েছে। যদি না করতে দিতাম, তাহলে ভোট না করে রাষ্ট্রপতি শাসন করত।”