শিয়ালদা লাইনে চরম ভোগান্তি, টানা ২০ দিন বন্ধ একাধিক লোকাল! দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্ক : কিছুদিন আগেই এক দফায় ভোগান্তির শিকার হয়েছিল দমদম শাখার যাত্রীরা। দমদম স্টেশনের নন ইন্টারলকিং কাজের জন্য টানা কয়েকদিন ব্যহত ছিল রেল পরিষেবা। কাজ মিটলেও সমস্যার সুরাহা হয়নি। এখনও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসছেনা ট্রেন। এমন পরিস্থিতিতে ফের একবার সমস্যায় পড়বেন এই লাইনের নিত্যযাত্রীরা।

পূর্ব রেল সূত্রে খবর, দমদম স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মের কাজ শুরু হবে। আর সেই কারণেই শিয়ালদা (Sealdah) আগামি ১৮ এপ্রিল থেকে ৭ মে, টানা ২০ দিন ব্যহত থাকবে রেল পরিষেবা। বাতিল থাকবে একাধিক লোকাল। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে যাত্রীদের সতর্ক করেছে পূর্ব রেল। নিত্যযাত্রীদের বিকল্প উপায় খুঁজে নেওয়ারও পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ।

এইদিন রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বাতিল থাকবে একাধিক লোকাল। একই সাথে কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হবে। অর্থাৎ ভোটের পূর্বে এই দগদগে গরমের মধ্যে বেশ ভালোই ভুগতে হবে নিত্য যাত্রীদের। সমস্যায় পড়ার আগেই ঝটপট একবার দেখে নিন পূর্ণ তালিকা।

আরও পড়ুন : MI-এর পাশাপাশি বড় ধাক্কা টিম ইন্ডিয়াতেও! চোটের কারণে বাদ খোদ অধিনায়ক

 

image 20240416 112255 0000

যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে :

৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত।
৩৩৩১১ বারাসত-হাসনাবাদ।
৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ।
৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি।
৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম।
৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট।
৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ।
৩৩২৮২ হাসনাবাদ-দমদম।
৩৩২৩১ দমদম-ব্যারাকপুর।
৩৩২৩২ ব্যারাকপুর-দমদম।
৩৩২৭১ দমদম-গোবরডাঙা।
৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ।
৩০৩৩৩ মাঝেরহাট-হাবড়া।
৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট।
৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর।
৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট।
৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত।
৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর।
৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ।
৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর।
৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ।
৩০৩১২ বারাসত-মাঝেরহাট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর