৪৯,০০০-এরও বেশি ট্র্যাক! মস্কো থেকে দিল্লি সফরে পুতিনের বিমানের দিকে নজর গোটা বিশ্বের

Published on:

Published on:

World's attention on Putin's Flying Kremlin Delhi visit.
Follow

বাংলা হান্ট ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বহনকারী বিমান ফ্লাইং ক্রেমলিং (Flying Kremlin) বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাক করা ফ্লাইটে পরিণত হয়েছে। জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম FlightRadar24 জানিয়েছে, একসময়ে ৪৯ হাজারেরও বেশি মানুষ পুতিনের বিমান পর্যবেক্ষণ করছিলেন। বিমানটি যখন ভারতের উদ্দেশে আকাশপথে রওনা দেয়, তখন থেকেই প্ল্যাটফর্মের ‘মোস্ট ট্র্যাকড ফ্লাইট’ হয়ে ওঠে। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে বিমানটি দিল্লির পালম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। পুতিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে এমন নজিরবিহীন আগ্রহের কারণ হিসেবে বিশেষজ্ঞরা তাঁর নিরাপত্তা, আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি এবং রাশিয়া–ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ককে নির্দেশ করছেন।

দিল্লি সফরে পুতিনের বিমানের (Flying Kremlin) দিকে নজর গোটা বিশ্বের:

ফ্লাইট ডেটায় দেখা গিয়েছে, মস্কো থেকে দিল্লির পথে এক নয়, বরং দুটি রুশ সরকারি বিমান (Flying Kremlin) উড়ছিল। এর মধ্যে একটি বিমান বারবার তার ট্রান্সপন্ডার বন্ধ করে দিচ্ছিল এবং কিছু সময় পর আবার চালু করছিল। অন্য বিমানটিও বিপরীত সময়ে একই প্রক্রিয়া অনুসরণ করছিল। নিরাপত্তার স্বার্থে এমন পদ্ধতি রাশিয়া আগেও ব্যবহার করেছে বলে জানা যায়। ট্রান্সপন্ডার এমন একটি ডিভাইস, যা বিমানটির অবস্থানসহ গুরুত্বপূর্ণ তথ্য এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পৌঁছে দেয়। কোন বিমানটিতে প্রকৃতপক্ষে প্রেসিডেন্ট পুতিন ছিলেন, তা গোপন রাখতেই এই কৌশল নেয়া হয়েছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: নৌবাহিনীর জন্য অত্যাধুনিক হেলিকপ্টার! আমেরিকার সঙ্গে ৭,৭৯৫ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের

FlightRadar24–এর ৬টা ৫৩ মিনিটের ডেটা অনুযায়ী, পুতিনের বিমান (Flying Kremlin) RSD369 মস্কো থেকে রওনা দিয়ে প্রথমে কাজাকিস্তান, তারপর তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করে। পাকিস্তানের পাঞ্জাব অঞ্চল পেরিয়ে বিমানটি ভারতের রাজস্থানের আকাশপথে ঢোকে। সাধারণত রাষ্ট্রীয় সফরের ক্ষেত্রে প্রেসিডেন্ট পুতিন অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত পথে ভ্রমণ করেন। ফলে পুরো রুটেই নজিরবিহীন সতর্কতা বজায় রাখা হয়। ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর বিমানটিকে নজরদারি বিমানের সাথেও দেখা গেছে বলে সূত্রের দাবি।

পুতিনকে বিশ্বের সবচেয়ে নিরাপদ নেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বিদেশ সফরে তিনি সাধারণত দুইটি গুরুত্বপূর্ণ জিনিস সঙ্গে রাখেন—তাঁর বুলেটপ্রুফ লাক্সারি গাড়ি অরাস সেনাট এবং বিশেষ রাষ্ট্রপতি বিমান Ilyushin IL-96-300PU। এই IL-96-300PU–কে রাশিয়ায় বলা হয় ‘ফ্লাইং ক্রেমলিন’ (Flying Kremlin) বা ‘উড়ন্ত ক্রেমলিন’। ১৯৮০–র দশকে Ilyushin Design Bureau বিমানটি তৈরি করে এবং ১৯৮৮ সালের ২৮ সেপ্টেম্বর প্রথম উড়ান সম্পন্ন হয়। ১৯৯০-এর শুরুর দিকে এটি সেবায় অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রপতি সংস্করণ PU (Presidential Unit)-তে রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র–প্রতিরক্ষা সিস্টেম, সুরক্ষিত যোগাযোগকেন্দ্র, স্যাটেলাইট লিঙ্কসহ এমন প্রযুক্তি যা প্রয়োজনে বিমানটিকে আকাশেই পূর্ণাঙ্গ কমান্ড সেন্টারে পরিণত করতে পারে।

World's attention on Putin's Flying Kremlin Delhi visit.

আরও পড়ুন: চরম সঙ্কটে কাঙাল পাকিস্তান! পেট চালাতে এবার যে সিদ্ধান্ত নিচ্ছে পড়শি দেশ… জানলে অবাক হবেন

ফ্লাইং ক্রেমলিনের (Flying Kremlin) এই বিশেষ সুরক্ষা ও প্রযুক্তিগত সক্ষমতার কারণেই পুতিনের বিদেশ সফরকে সর্বদা উচ্চ নিরাপত্তার আওতায় রাখা হয়। ভারতের সঙ্গে কূটনৈতিক বৈঠক, প্রতিরক্ষা আলোচনার গুরুত্ব এবং আন্তর্জাতিক পরিস্থিতির উত্তাপের কারণে এবারের সফরকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে। ভারতের আকাশে পুতিনের বিমান প্রবেশের মুহূর্ত থেকে ল্যান্ডিং পর্যন্ত হাজার হাজার মানুষ তা অনুসরণ করেছেন। ফলে বৃহস্পতিবার তার এই যাত্রা শুধু রাজনৈতিক দিক থেকে নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি–আগ্রহের ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে রইল।