বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) শেয়ার বাজারে স্মল ক্যাপ সংস্থা স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস লিমিটেডের শেয়ারের দাম ৫ শতাংশ আপার সার্কিটে পৌঁছে যায়। মূলত, সংস্থাটি উইংজোনের (WingZone) জন্য এক্সক্লুসিভ মাস্টার ফ্র্যাঞ্চাইজির অধিকার অধিগ্রহণের ঘোষণা করেছে। এমতবস্থায়, বৃহস্পতিবার এই সংস্থার শেয়ারের দাম ৫২.৭০ টাকায় খোলে এবং বাজার বন্ধের সময়ে এর দাম ৪.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫২.৯৯ টাকায় পৌঁছে যায়। উল্লেখ্য যে, স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কসের শেয়ার মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। মাত্র ৬ মাসের মধ্যে সংস্থাটির শেয়ারে ১৩৭.৬২ শতাংশ বৃদ্ধি ঘটেছে। এদিকে, চলতি বছরে এখনও পর্যন্ত ৪৫৪.২৯ শতাংশ বৃদ্ধি এবং গত এক বছরে ৮৯৬ শতাংশের বৃদ্ধি ঘটেছে।
শেয়ার বাজারে (Share Market) ঝড় তুলছে এই স্টক:
আজকের উত্থানের কারণ: মূলত, বৃহস্পতিবার এক ঘোষণায়, স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস জানিয়েছে যে, তারা উইংজোনের জন্য এক্সক্লুসিভ মাস্টার ফ্র্যাঞ্চাইজি অধিকার অর্জন করেছে। উল্লেখ্য যে, উইংজোন একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত কুইক সার্ভিস রেস্তোরাঁ ব্র্যান্ড। যেটি চিকেন-বেসড প্রোডাক্ট এবং সুস্বাদু মেনু ইনোভেশনের জন্য বিখ্যাত।

ভারতে পরিকল্পনা: কোম্পানিটি হাই-স্ট্রিট আউটলেট এবং ক্লাউড-কিচেন ফর্ম্যাটের মিশ্রণ ব্যবহার করে কৌশলগতভাবে ভারতীয় গ্রাহকদের কাছে উইংজোন আনার পরিকল্পনা করেছে। এটি ব্র্যান্ডটিকে সহজলভ্য করে তুলবে এবং বৃদ্ধিকেও ত্বরান্বিত করবে। এই প্রসঙ্গে স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান ও ডিরেক্টর মোহন বাবু করজেলা জানান যে, তাঁরা উইংজোনকে ভারতে আনতে পেরে আনন্দিত এবং এই অংশীদারিত্ব কোম্পানির দীর্ঘমেয়াদী বৃদ্ধির কৌশলের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
মূলত, গ্রাহকদের পছন্দের পরিবর্তন, ক্রমবর্ধমান নগরায়ন এবং বিশ্বব্যাপী খাদ্য ফর্ম্যাটের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কারণে ভারতীয় QSR বাজার শক্তিশালী গতি অনুভব করছে। উইংজোনের তৈরি পণ্যের আন্তর্জাতিক স্বাদ এবং কোম্পানির কর্মক্ষমতা এটিকে একটি আশাব্যঞ্জক সুযোগ করে তুলেছে।
আরও পড়ুন: পাল্টে যাবে এই রাজ্যের ছবি! আদানির জন্য ৪৮০ একর জমি বরাদ্দ সরকারের, চমকে দেবে পরিকল্পনা
লঞ্চ এবং ভবিষ্যৎ পরিকল্পনা: ঘোষণা অনুসারে, কোম্পানিটি ২০২৬ সালের জানুয়ারিতে বেঙ্গালুরুর কোরামঙ্গলায় ভারতের প্রথম উইংজোন আউটলেট চালু করবে। উদ্বোধনের পর, স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাইতে অতিরিক্ত আউটলেটের মাধ্যমে উইংজোনের উপস্থিতি সম্প্রসারণের পরিকল্পনা করছে। এছাড়াও, অন্যান্য প্রধান শহরগুলিতেও এটি চালু করার পরিকল্পনা করা হয়েছে।
আরও পড়ুন: আন্তর্জাতিক T20-তে প্রত্যাবর্তন করবেন রোহিত? খেলতে ইচ্ছুক এই টুর্নামেন্ট, মিলল বড় আপডেট
মোহন বাবু করজেলা কারজেলা আরও জানান, বেঙ্গালুরুর কোরামঙ্গলায় এই উদ্বোধন কেবল শুরু। প্রধান মহানগরগুলিতে সম্প্রসারণের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ রয়েছে। যা হাই-স্ট্রিট স্টোর এবং ক্লাউড কিচেনকে একত্র করবে। যেটি ব্র্যান্ডের সহজলভ্যতাকেও নিশ্চিত করবে। উল্লেখ্য যে, এই অধিগ্রহণ একটি বৈচিত্র্যময় মাল্টি-ব্র্যান্ড পোর্টফোলিও তৈরির দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করে এবং ভারতের দ্রুত বর্ধনশীল ফুড সার্ভিস সেক্টরে একটি শীর্ষস্থানীয় সংস্থা হওয়ার লক্ষ্যকেও ত্বরান্বিত করবে।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












