বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য সংস্থা হল LIC (Life Insurance Corporation of India)। যুগের সঙ্গে তাল মিলিয়ে বিনিয়োগকারীদের জন্য একের পর এক দুর্ধর্ষ স্কিম সামনে আনে এই সংস্থা। সেই রেশ বজায় রেখেই ভারতের বৃহত্তম বিমা কোম্পানি LIC সম্প্রতি ২ টি নতুন স্কিম চালু করেছে। যেগুলির নাম LIC প্রোটেকশন প্লাস (প্ল্যান ৮৮৬) এবং LIC বিমা কবচ (প্ল্যান ৮৮৭)। উভয় প্ল্যানই বিভিন্ন চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। এগুলির মধ্যে একটি প্ল্যান তাঁদের জন্য অনুকূল যাঁরা বিমার পাশাপাশি সঞ্চয় এবং বিনিয়োগের সুবিধা চান। অন্যটি পিওর লাইফ কভার প্রদান করে।
২ টি দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল LIC (Life Insurance Corporation of India):
LIC প্রোটেকশন প্লাস – সঞ্চয় এবং লাইফ কভার: LIC প্রোটেকশন প্লাস হল একটি নন-পার্টিসিপেটিং লিঙ্কড লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। যেটি লাইফ কভার এবং বিনিয়োগের সুযোগ উভয়ই প্রদান করে। এই প্ল্যানের বিশেষত্ব হল, পলিসি হোল্ডার তার পছন্দের বিনিয়োগ ফান্ড বেছে নিতে পারেন। এছাড়াও, বেসিক সাম অ্যাসিওর্ড বৃদ্ধি বা হ্রাস করতে পারেন এবং চাইলেই অতিরিক্ত টপ-আপ প্রিমিয়ামও জমা করতে পারেন। শুধু তাই নয়, পলিসি শুরুর ৫ বছর পর আংশিক উত্তোলনের সুবিধাও পাওয়া যায়। যা প্রয়োজনের সময় টাকা তোলার বিষয়টি সহজ করে তোলে।

LIC প্রোটেকশন প্লাসের জন্য পলিসি টার্ম: এই প্ল্যানে এন্ট্রির জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর। পলিসির মেয়াদ ১০, ১৫, ২০ এবং ২৫ বছর থেকে বেছে নেওয়া যেতে পারে এবং প্রিমিয়াম প্রদানের মেয়াদ অর্থাৎ PPT-ও সেই অনুযায়ী পরিবর্তিত হয়। এক্ষেত্রে, প্রিমিয়ামের সর্বোচ্চ কোনও সীমা নেই। তবে এটি LIC-র আন্ডাররাইটিং পলিসির ওপর নির্ভর করে।
এদিকে, সাম অ্যাসিওর্ডও বয়সের ওপর নির্ভর করে। ৫০ বছরের কম বয়সীদের জন্য বার্ষিক প্রিমিয়ামের ৭ গুণ এবং ৫০ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৫ গুণ থেকে শুরু হয়। ম্যাচরিটির পরিমাণ পলিসি হোল্ডারেরর ইউনিট ফান্ডের মূল্যের সমান হয়। যার মধ্যে বেস এবং টপ-আপ উভয় ফান্ড অন্তর্ভুক্ত থাকে।
আরও পড়ুন: ১ বছরেই মিলেছে ৮৯৬ শতাংশ রিটার্ন! শেয়ার বাজারে ঝড় তুলছে ৫৫ টাকারও কম দামের এই স্টক
LIC-র বিমা কবচ – গ্যারান্টিড ফ্যামিলি প্রোটেকশন: এদিকে, LIC-র বিমা কবচ (প্ল্যান ৮৮৭) একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং প্ল্যান। যার অর্থ রিস্ক কভার সম্পূর্ণরূপে স্থির এবং গ্যারান্টিযুক্ত। এই স্কিমটি মূলত তাঁদের জন্য তৈরি করা হয়েছে যাঁরা তাঁদের পরিবারকে বড় বিনিয়োগের ঝামেলা ছাড়াই সুরক্ষিত রাখতে চান। এই প্ল্যানের মাধ্যমে, পলিসি হোল্ডার বেছে নিতে পারেন যে, তাঁরা পুরো মেয়াদের জন্য একটি নির্দিষ্ট সাম অ্যাসিওর্ড চান নাকি ক্রমবর্ধমান সাম অ্যাসিওর্ড চান।
আরও পড়ুন: পাল্টে যাবে এই রাজ্যের ছবি! আদানির জন্য ৪৮০ একর জমি বরাদ্দ সরকারের, চমকে দেবে পরিকল্পনা
LIC বিমা কবচ পলিসি টার্ম: বিমা কবচ পলিসিতে এন্ট্রির জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর। পলিসির ম্যাচুরিটির বয়স ১০০ বছর পর্যন্ত হতে পারে। যা দীর্ঘমেয়াদী সুরক্ষা চাওয়া ব্যক্তিদের জন্য আরও উপযুক্ত হিসেবে বিবেচিত হয়। এই প্ল্যানে সর্বনিম্ন সাম অ্যাসিওর্ড অর্থ হল ২ কোটি টাকা। যা প্ল্যানটিকে হাই-কভারেজ বিভাগে রাখে। প্রিমিয়াম প্রদানের বিকল্পগুলিও বেশ নমনীয়। যার মধ্যে সিঙ্গেল প্রিমিয়াম, লিমিটেড পেমেন্ট (৫, ১০, অথবা ১৫ বছর) এবং রেগুলার পে অন্তর্ভুক্ত রয়েছে। পলিসির টার্মও প্রিমিয়াম পরিশোধের পদ্ধতির ওপর নির্ভর করে এবং এটি ১০ বছর থেকে ৮২ বছর পর্যন্ত হতে পারে।












