‘সর্বনাশ করছেন দেশের’, জেল থেকেই মুনিরের ওপর গর্জে উঠলেন ইমরান, দিলেন বিশেষ বার্তা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের রাজনীতিতে ফের তপ্ত পরিস্থিতি। জেলবন্দি অবস্থা থেকেই দেশের সেনাপ্রধান আসিম মুনিরকে সরাসরি আক্রমণ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। তাঁর অভিযোগ, মুনির মানসিকভাবে অস্থির এবং দেশের জাতীয় স্বার্থের প্রতি সম্পূর্ণ উদাসীন। পশ্চিমি দুনিয়ার মন জয়ের উদ্দেশ্যেই তিনি এমন নীতি গ্রহণ করেছেন, যার ফলে পাকিস্তান–আফগানিস্তান সম্পর্ক অকারণে উত্তপ্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন উজমা খান। সেখান থেকেই এক্স হ্যান্ডেলের মাধ্যমে প্রকাশ্যে আসে ইমরানের বিস্ফোরক বক্তব্য।

জেল থেকেই মুনিরকে তোপ ইমরানের (Imran Khan)

ইমরান (Imran Khan) দাবি করেছেন, মুনিরের নীতি পাকিস্তানকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। দেশে সন্ত্রাস নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং পরিস্থিতি হাতের বাইরে গিয়েছে সেনাপ্রধানের ভুল সিদ্ধান্তে। তাঁর কথায়, আসিম মুনিরের কোনও সিদ্ধান্তেই পাকিস্তানের জাতীয় স্বার্থ নেই; বরং পশ্চিমি শক্তিগুলিকে তুষ্ট করার প্রবণতাই প্রাধান্য পাচ্ছে। অভিযোগ, আন্তর্জাতিক মহলে ‘মুজাহিদ বিরোধী শক্তি’ হিসেবে নিজের ভাবমূর্তি তৈরি করতে ইচ্ছাকৃতভাবেই মুনির আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে তুলেছেন। এর ফলেই দুই দেশের সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে।

আরও পড়ুন: দুর্দান্ত রিটার্নের পাশাপাশি পরিবারের জন্য বাড়বে সুরক্ষা! ২ টি দুর্ধর্ষ প্ল্যান লঞ্চ করল LIC

ইমরান (Imran Khan) জোরালো ভাষায় নিন্দা করেন পাকিস্তানের মাটিতে অনুপ্রবেশকারী ড্রোন হামলার। তাঁর দাবি, দেশের নাগরিকদের বিরুদ্ধে এমন আক্রমণ কোনও পরিস্থিতিতেই যৌক্তিক নয়। একইসঙ্গে তিনি জানিয়েছেন জেলে তাঁর নিঃসঙ্গ জীবনের কথা। তিনি বলেন, তাঁকে সম্পূর্ণ একা করে রাখা হয়েছে। চার সপ্তাহ ধরে তিনি কোনও মানুষের মুখ দেখেননি। বাইরের জগতের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ, যা তাঁর মতে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই পরিস্থিতিতে তাঁর ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পিটিআই প্রধান।

গত এক মাস ধরে ইমরান খানের (Imran Khan) অবস্থানকে ঘিরে তৈরি হয়েছিল প্রবল জল্পনা। জনমানসে প্রশ্ন ওঠে, তিনি আদৌ সুস্থ বা জীবিত কি না। এমন পরিস্থিতিতে পিটিআই সমর্থকরা সোমবার ইসলামাবাদ হাই কোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। ইমরানের সঙ্গে দেখা না হলে জেল ভেঙে প্রবেশের হুমকিও শোনা যায় সমর্থকদের মুখে। ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে মঙ্গলবার ইমরানের বোন উজমাকে সাক্ষাতের অনুমতি দেয় জেল কর্তৃপক্ষ।

Imran Khan gave message to Asif Munir from jail.

আরও পড়ুন:নৌবাহিনীর জন্য অত্যাধুনিক হেলিকপ্টার! আমেরিকার সঙ্গে ৭,৭৯৫ কোটির প্রতিরক্ষা চুক্তি ভারতের

বিকেলে দেখা হওয়ার পর উজমা জানান দাদার বার্তা। তিনি জানান, ইমরান (Imran Khan) শারীরিকভাবে দুর্বল হলেও মানসিকভাবে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, দেশের ক্ষমতার কেন্দ্রে ‘ব্যক্তিগত প্রতিহিংসা’ এবং ‘অস্বচ্ছ সিদ্ধান্ত’ বেশি প্রভাব ফেলছে। ইমরান খানের এই আক্রমণাত্মক বার্তা প্রকাশ্যে আসতেই পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার, সেনাবাহিনী বা সরকার এই মন্তব্যের প্রেক্ষিতে কোনও প্রতিক্রিয়া জানায় কি না।