২৪ ঘণ্টায় ভয়ঙ্কর ‘খেল’ দেখাবে আবহাওয়া, জারি সতর্কতা, দক্ষিণবঙ্গ নিয়ে কি আপডেট?

Published on:

Published on:

South Bengal Weather
Follow

বাংলা হান্ট ডেস্ক: ডিসেম্বরের শুরু থেকেই উত্তরবঙ্গে জোরসে থাবা বসিয়েছে শীত। এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) জেলাগুলিতেও সমানে নামছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, রাজ্যে শীতের আমেজ আরও জোরদার হতে চলেছে আগামী দু’এক দিনের মধ্যেই। তাপমাত্রা আরও কমে যাবে রাজ্যজুড়ে। সবমিলিয়ে কেমন থাকবে আবহাওয়া? রইল আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather

শীতপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দফতর বলছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে হুহু করে তাপমাত্রা নামবে আগামী কয়েকদিনে। সপ্তাহান্তে অনেকটাই নেমে যাবে পারদ। জাঁকিয়ে শীত পড়বে রাজ্যের জেলাগুলিতে।

হাওয়া অফিস বলছে, শনিবারের মধ্যে পারদ ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও দৃঢ় হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে একধাক্কায় বাড়বে ঠান্ডা।

আবহাওয়া দপ্তর বলছে, পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০-২২ ডিগ্রি সেলসিয়াসে। আপাতত রাজ্যের আকাশ শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টি হবে না। শুষ্ক আবহাওয়ায় শীত বাড়বে। আবার আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা থাকতে পারে।

পাশাপাশি ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে একাধিক জেলায়। দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে অবশ্য কুয়াশার প্রভাব কমবে।

আরও পড়ুন: IPL ২০২৬-এর আগেই গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন সুনীল নারিন, ধন্য ধন্য করছেন অনুরাগীরা

এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather

উত্তরবঙ্গে ভরপুর শীতের আমেজ রয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরের জেলাগুলির তাপমাত্রা আরও নেমে যেতে পারে। দার্জিলিং ও কালিম্পং–এ অনেকটাই নেমে যাবে পারদ। কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ সব জেলাতেই কুয়াশার দাপট থাকবে। এই সময় পরিবহণক্ষেত্রে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।