বাংলা হান্ট ডেস্কঃ মুর্শিদাবাদের বেলডাঙায় আবারও ‘বাবরি মসজিদ’ ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ‘বাবরি’ নামে হুমায়ুন কবীর যে মসজিদ তৈরি করার পরিকল্পনা করেছিলেন, সেই নামটিতেই আপত্তি জানিয়েছে কেন্দ্র। কিন্তু এই আপত্তি মসজিদ বা ধর্মকে নিয়ে নয়, বরং নামটির সঙ্গে জড়িত ইতিহাস এবং বিতর্কের কারণে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে স্পষ্ট জানিয়েছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)।
‘বাবরি’ নামটায় আপত্তি, বললেন কার্তিক মহারাজ (Kartik Maharaj
বেলডাঙার ভারত সেবাশ্রম অফিসের আশেপাশে জমি দেখার সময় হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরির ভাবনাটি প্রকাশ করেছিলেন। তবে শুরু থেকেই হুমায়ুন কবীরের এই ভাবনায় আপত্তি জানানো হয়। এই নিয়ে পদ্মশ্রী প্রাপ্ত ধার্মিক কার্তিক মহারাজ (Kartik Maharaj) বলেছেন, “আমি একজন ধার্মিক মানুষ। সনাতন ধর্মাবলম্বী। মন্দির-মসজিদ নিয়ে আমার কোনও আপত্তি নেই। কিন্তু এই ‘বাবরি মসজিদ’ নামটায় আপত্তি রয়েছে। এর সঙ্গে অনেক বিতর্ক, ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই নামটি বাদ দিয়ে করলে ভাল হত।”
কার্তিক মহারাজ (Kartik Maharaj) আরও বলেছেন যে, হুমায়ুন কবীরের সঙ্গে তৃণমূলের সম্পর্ক রয়েছে। তবে কিছুটা সম্পর্ক বিজেপির সঙ্গেও আছে। তিনি বলেন, “উনি তৃণমূলে ছিলেন। বিজেপিতেও এসেছিলেন। মানুষ হিসাবে আমাদের সঙ্গে সম্পর্ক রয়েছে।”
এই নিয়ে ভরতপুরের প্রতিবাদী বিধায়ককে তৃণমূল সুপ্রিমোর আগেই বোঝানো উচিত ছিল বলেও জানিয়েছেন কার্তিক মহারাজ (Kartik Maharaj)। কার্তিক মহারাজ আরও বলেন, “হুমায়ুন যখন ৩০ শতাংশ, ৭০ শতাংশ বলেছেন, তখনই দলনেত্রীর ওনাকে বোঝানো উচিত ছিল। সত্যি বলতে, হিন্দুরা মুসলিমদের দেশ থেকে তাড়িয়ে দেবে বা মুসলিমরা হিন্দুদের তাড়াবে, এই ধরনের ধারণা এখন বাস্তবে নেই।”

আরও পড়ুনঃ ডিম ৮ টাকা! সাড়ে ৬ টাকার বরাদ্দে কি মিলবে? ক্ষোভ মিড ডে মিল নিয়ে
বর্তমানে রাজ্যের রাজনীতিতে হুমায়ুন কবীরের বাবরি মসজিদ নিয়ে উত্তেজনার ছড়ালেও গোটা ঘটনাকে কার্তিক মহারাজ (Kartik Maharaj) সরলভাবে দেখার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, নাম পরিবর্তন করলে পরিস্থিতি অনেক সহজ হয়ে যেত এবং কেউ ক্ষুণ্ণ হতো না।












