জিআই ট্যাগ পেল দার্জিলিং ম্যান্ডারিন! পর্যটনে নতুন আকর্ষণ, চাষিদের আয় বাড়ার আশা

Published on:

Published on:

Darjeeling mandarin orange and lemon orchards with GI tag visit without sitting
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতের দিনে পাহাড় ঘুরতে যেতে সবাই চায়। এবার এই পাহাড়েই যুক্ত হল এক নতুন পালক। কারণ দার্জিলিং (Darjeeling) এর ম্যান্ডারিন কমলালেবু পেল ভারতের জিআই ট্যাগ। দার্জিলিং এর সিটিং ছাড়াও বিভিন্ন জায়গায় কমলালেবুর বাগান রয়েছে। এই বাগান গুলিতে শীতকালে কমলালেবু ভরে ওঠে। তবে আপনি যদি সিটং বা মিরিকের কোলাহল এড়িয়ে এমন কোথাও কমলে লেবুর বাগান দেখতে চান তাহলে ঘুরে দেখতে পারেন এই তিনটি জায়গা। যে জায়গায় গেলে আপনি কমলালেবু বাগান দেখার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।

ম্যান্ডারিন কমলা ও লেবুর বাগান, জিআই ট্যাগসহ—সিটিং ছাড়াও ঘুরুন প্রকৃতির কোলে (Darjeeling)

দক্ষিণবঙ্গে ইতিমধ্যে শীত পড়ে গিয়েছে। আর এই শীতের আবহে আপনি যদি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে সবার আগে মাথায় আসে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের (Darjeeling) কথা। তাছাড়া সম্প্রতি দার্জিলিং এর ম্যান্ডারিন কমলালেবু ভারতের জি আই ট্যাগ পেল। যার ফলে দার্জিলিঙে মাটিতে উৎপাদিত কমলালেবুট চাহিদাও বাড়লো বিদেশে। এছাড়াও দার্জিলিং বাদেও আপনি সিটং, মিরিক, মংপ জায়গায় কমলালেবুর বাগান দেখতে পাবেন। কিন্তু আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সঙ্গে সঙ্গে এই কমলালেবুর বাগান দেখতে চান তাহলে ঘুরে দেখতে পারেন এই তিনটি জায়গা।

 Darjeeling mandarin orange and lemon orchards with GI tag visit without sitting

আরও পড়ুন: বিয়ের মরশুমে খুশির খবর! লক্ষ্মীবারে খানিকটা কমল সোনার দাম, জানুন আজকের রেট

তাবাকোশি: চা আর কমলালেবুর বাগান একসঙ্গে দেখতে পৌঁছে যেতে পারেন তাবাকোশি। মিরিক থেকে ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত এই গ্রাম। গোপাল ধারা চা বাগানের খুব কাছেই রয়েছে এই গ্রামটি। এইখানে গেলে আপনি ঘুরে দেখতে পারবেন অসংখ্য কমলা লেবুর বাগান। পাশাপাশি এখান থেকে মিড়িকে যেতে পারবেন। তাছাড়াও ঘুরে দেখতে পারেন, জোড়পোখরি, লেপচা জগৎ, পশুপতি মার্কেট, সীমানা ভিউ পয়েন্টও ঘুরে নিতে পারেন খুব সহজে। রাত কাটানোর জন্য তাবাকোশিতেও একাধিক হোমস্টে পেয়ে যাবেন।

ছোট মাঙ্গোয়া: কমলালেবুর বাগান থেকে পৌঁছে যেতে পারেন এই ছোট মাঙ্গায়াতে। এই গ্রামের আনাচে-কানাচে রয়েছে কমলালেবুর গাছ ও বাগান। এইখানে যাওয়ার উপযুক্ত সময় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। আর এই গ্রামটি দার্জিলিং থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে গেলে আপনি ঘুরে আসতে পারেন তাকদা, তিনচুলে, লোপচু, তিস্তা উপত্যকা। কমলালেবুর বাগানের পাশাপাশি চা বাগানও ঘুরে দেখতে পারেন ছোট মাঙ্গোয়া থেকে। এখানেও থাকার জন্য হোমস্টে পেয়ে যাবেন।

সেলফু: দার্জিলিং (Darjeeling) এর অফবিট গ্ৰাম সিটং। এখানের কমলালেবুর বাগানের কথা অনেকেই শুনেছেন। আর এবার একেবারে অদ্ভুত গ্রামে যেতে হলে ঘুরে দেখতে পারেন সেলফু। সিটং থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গাটি। এইখানে গেলে আপনি একাধিক কমলালেবুর বাগান দেখতে পাবেন। পাশাপাশি এখানে ঘুরতে গেলে আপনি ঘুরে দেখতে পারেন সিটং, অহলদাঁড়া ভিউ পয়েন্ট, লেপচা জলপ্রপাত ইত্যাদি। শীতই সেলফু ঘুরে দেখার আদর্শ সময়। এখানে থাকার জন্য একাধিক হোমস্টে ও কটেজ রয়েছে।