বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের মরসুমে সোনার দাম (Gold Price) একবার কমছে, একবার বাড়ছে। চলতি বছরে হলুদ ধাতুর দর যেভাবে লাফিয়ে বাড়ছে তাতে খুব স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন সাধারণ মানুষজন। এদিকে বিয়ের মরসুমে সোনার চাহিদা বাড়লেও দাম মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে।
সোনা বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ। আর এই সময় বিয়ের জন্য হোক কিংবা উপহার দিতে, সোনা কম-বেশি কিনতেই হয়। আবার সোনার পাশাপাশি রুপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। তবে এরই মধ্যে শুক্রে সোনার দামে সুখবর। এদিন দাম কমেছে হলুদ ধাতুর। তাই সোনা কেনার পরিকল্পনা থাকলে আপনার কিছুটা কম অর্থ ব্যয় হবে।
সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ৫ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে জানেন?
এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)
শুক্রে কমল সোনার দাম। কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম এদিন হল ১২২৩০ টাকা। গতকালের তুলনায় ৫৫ টাকা দাম কমেছে প্রতি দামে। একদিনে প্রতি গ্রামে সামান্যই দাম কমেছে। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২২৩০০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম কমেছে ৫৫০ টাকা।
২২ ক্যারাটের পাশাপাশি এদিন ২৪ ক্যারাট সোনার দামও কমল কিছুটা। শুক্রবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম হয়েছে ১২৮৬৫ টাকা। প্রতি এক গ্রামে দাম কমেছে ৬০ টাকা করে। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৮৬৫০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম ৬০০ টাকা হ্রাস পেয়েছে।
উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।
চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

রুপোর দাম
চলতি বছর রুপোর চাহিদাও তুঙ্গে। রুপোর গহনা ট্রেন্ডিং এ চলছে বর্তমানে। তবে রুপোও এখন আর সস্তা নয়। সোনার পাশাপাশি রুপোর দামও লাফিয়ে বাড়ছে। শুক্রবার রুপোর দাম কিছুটা কমেছে। দাম হয়েছে ১৭৬৬০ টাকা। গতকালের থেকে ২৪৫ টাকা কমে গিয়েছে। আর ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৬৬০ টাকা। প্রতি কেজিতে দাম ২৪৫০ টাকা কমেছে।












