২০১৪ সালের TET সার্টিফিকেট পেতে এখনই আবেদন করুন অনলাইনে, সহজ ধাপগুলো জানুন

Published on:

Published on:

TET If you do not have 2014 TET certificate, apply now like this
Follow

বাংলা হান্ট ডেস্ক: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2014 সালের টেট পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের জন্য নিয়ে এলো একটি গুরুত্বপূর্ণ আপডেট (TET)। দীর্ঘ প্রতীক্ষার পর যে সমস্ত পরীক্ষার্থীরা ২০১৪ সালে প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিন্তু কোন কারণে তাদের পাশের সার্টিফিকেট হাতে পাননি তারা এবার সেটি অনলাইনের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন। পাশাপাশি আজকে প্রতিবেদনে বিস্তারিতভাবে আলোচনা করা হলো কিভাবে এই সার্টিফিকেট অনলাইনে আপনি আবেদন করবেন।

২০১৪ TET সার্টিফিকেট না মেললে এখনই আবেদন করুন এইভাবে (TET )

প্রথমে প্রার্থীদের শিক্ষা পর্ষদের অফিসিয়াল সাইডে যেতে হবে। তারপর সেখানে বিভিন্ন নোটিফিকেশন এর মধ্যে আপনারা “TET 2014 Eligibility Certificate” নামক একটি বিশেষ লিংক দেখতে পাবেন (TET)। সেখানেই কি আপনাকে আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য এই লিংকে ক্লিক করতে হবে। তবে মনে রাখবেন হাতে সময় নিয়ে এবং ধীর স্থির ভাবে এই ফর্ম ফিলাপ করা বাঞ্ছনীয়। যাতে এই ফর্মে কোন ভুল না হয়।

TET If you do not have 2014 TET certificate, apply now like this

আরও পড়ুন: মরশুম বদলে ঠান্ডা লেগেছে? মুখের স্বাদে বদল আনতে বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্যুপটি, রেসিপি রইল

এরপর পোর্টালে প্রবেশ করে আপনাকে লগইন করতে বলা হবে। যদি আপনি এই পোর্টালে প্রথমবার আসছেন তাহলে নিম্নলিখিত পদ্ধতি গুলো অনুসরণ করতে হবে। আর সে পদ্ধতি গুলোর নিচে বলা হল।

১. নতুন অ্যাকাউন্ট তৈরি: লগইন পেজে গিয়ে “Don’t have an account? Register Here” অপশনে ক্লিক করুন।

২. মোবাইল ভেরিফিকেশন: নিজের সচল মোবাইল নম্বরটি দিন। এরপর সাবমিট করলে আপনার ফোনে একটি ওটিপি (OTP) আসবে। সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘Validate’ করুন।

৩. ইমেইল ও জন্মতারিখ: ওটিপি ভেরিফিকেশনের পর আপনার ইমেইল আইডি এবং সঠিক জন্মতারিখ দিয়ে ‘Sign Up’ প্রক্রিয়া সম্পন্ন করুন।

৪. লগইন: রেজিস্ট্রেশন সফল হলে, পুনরায় আপনার ফোন নম্বর এবং ওটিপি ব্যবহার করে পোর্টালে লগইন করুন।

এরপর লগইন করে একটি বিস্তীর্ণ ফর্ম আপনার সামনে আসবে। যেখানে আপনার ব্যক্তিগত নাম ও শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। আর সেই ফর্মের মধ্যে থাকবে-

নাম ও পরিচয়: নিজের নাম (ফার্স্ট, মিডল ও লাস্ট নেম)। বাবার নাম এবং মায়ের নাম সঠিকভাবে লিখুন।

রোল নম্বর: ‘TET Examination 2014’ অপশনটি আগে থেকেই সিলেক্ট করা থাকবে। আপনাকে শুধু আপনার ২০১৪ সালের টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে সঠিক রোল নম্বরটি বসাতে হবে।

অন্যান্য তথ্য: লিঙ্গ, ধর্ম, ক্যাটাগরি (SC/ST/OBC ইত্যাদি), এবং ব্লাড গ্রুপ নির্বাচন করুন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলে তা উল্লেখ করুন। এই ধাপে আপনি পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করে তার নম্বর প্রদান করবেন।

ঠিকানা এবং নথিপত্র আপলোড: ব্যক্তিগত তথ্য সেভ করার পর আপনাকে বর্তমান ঠিকানার বিবরণ দিতে হবে। বাড়ি নম্বর, রাস্তা, পিন কোড, রাজ্য এবং ল্যান্ডমার্ক সঠিকভাবে লিখুন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ নথিপত্র আপলোড। নিচে একটি তালিকার মাধ্যমে প্রয়োজনীয় নথিপত্রগুলি দেওয়া হলো যা আপনাকে জেপিজি (JPG) ফরম্যাটে আপলোড করতে হবে।

তারপর সবশেষে নিজের একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এরপর নেক্সট বাটনে ক্লিক করলে পুরো ফর্মটির একটি প্রিভিউ দেখতে পারবেন। সেখানে আপনি কোন বানান ভুল করেছেন কিনা সেগুলো সমস্ত খুঁটিনাটি দেখে নেবেন। এরপর সাবমিট প্রোফাইলে গিয়ে ক্লিক করুন। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবার জন্য কোন টাকা আপনাকে দিতে হবে না। আবেদন গ্ৰাহ্য হলে পরবর্তীতে ওয়েবসাইট থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিন (TET)।