বাংলা হান্ট ডেস্ক: হু হু করে শীতের আমেজ বাড়ছে রাজ্যে। উত্তরবঙ্গে এক ধাক্কায় পারদ পতন। যাতে রীতিমতো কাবু হচ্ছেন মানুষজন। আবহাওয়া দপ্তর বলছে, সপ্তাহান্তে আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গেও (South Bengal Weather)। শীতের আমেজ জাঁকিয়ে বসবে আগামী কয়েকদিনে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের আবহাওয়া | South Bengal Weather
আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুষ্ক আবহাওয়ায় শীতের ফিল বাড়বে। সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকলেও পরে অবশ্য বেলা বাড়ার সাথে সাথে পরিষ্কার আকাশ দেখা যাবে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সব জেলাতেই কম-বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকার সম্ভাবনা।
শনিবারের মধ্যে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। পারদ ১৫ ডিগ্রির নীচে যেতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের কামড় আরও চওড়া হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূমের মতো জেলাগুলিতে মূলত শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসে। বর্তমানে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের নীচে দিনের তাপমাত্রা।

আরও পড়ুন: TRP দৌড়ে ঝড়! পরশুরামের ঘুঁটি সামলাতে বিদ্যার জমজমাট কামব্যাক, রেটিং চার্টে চমক বেড়েই চলেছে
এক নজরে উত্তরের আবহাওয়া | North Bengal Weather
উত্তরবঙ্গে জেলাগুলিতে শীতের দাপট বেড়েছে। আপাতত স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না আগামী দু’দিনে। দার্জিলিং ও কালিম্পং–এ অনেকটাই নেমেছে পারদ। দার্জিলিং-র তাপমাত্রা ৫ ডিগ্রির ঘরে। এছাড়া ভোগাবে কুয়াশা। মূলত কোচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার সহ সব জেলাতেই কুয়াশার দাপট বেশি থাকবে। পার্বত্য এলাকাতেও কুয়াশার প্রভাব বাড়বে।












