বাংলা হান্ট ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করে থাকেন অনেকেই। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি পেনি স্টকের বিষয়ে জানাবো যেটির দাম ১০ টাকারও কম। কিন্তু, এই স্টকই ৫ বছরে রিটার্ন রয়েছে ১,৪৪১ শতাংশ রিটার্ন। মূলত, আমরা জানাবো রামা স্টিল টিউবস লিমিটেডের স্টকের প্রসঙ্গে। ৫ বছরে রামা স্টিল টিউবসের শেয়ারের দাম ৬৪ পয়সা থেকে বেড়ে ৯.৮৬ টাকা হয়েছে। তবে, গত কয়েক মাস ধরে শেয়ারটির দাম চাপের মধ্যে রয়েছে। গত ৬ মাসে রামা স্টিল টিউবসের শেয়ারের দাম ২৫ শতাংশেরও বেশি কমেছে। এদিকে, কোম্পানিটি তার শেয়ার হোল্ডারদের মধ্যে বিপুল পরিমাণে বোনাস শেয়ার বিতরণ করেছে। এছাড়াও, এই মাল্টিব্যাগার কোম্পানিটি তার শেয়ার ২ বার ভাগ করেছে।
৫ বছরে ১,৪৪১ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক (Share Market):
দ্রুত বোনাস শেয়ার বিতরণ: জানিয়ে রাখি যে, স্মল ক্যাপ কোম্পানি রামা স্টিল টিউবস ২০১৬ সাল থেকে ৩ বার তার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার বিতরণ করেছে। এদিকে, গত ২ বছরেই কোম্পানিটি দ্রুত পরপর ২ বার বোনাস শেয়ার বিতরণ করেছে। ২০২৩ সালের জানুয়ারিতে রামা স্টিল টিউবস ৪:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে। অর্থাৎ, কোম্পানিটি প্রতি ১ টি শেয়ারের জন্য ৪ টি বোনাস শেয়ার বিতরণ করেছিল।

এদিকে এই মাল্টিব্যাগার কোম্পানি ২০২৪ সালের মার্চ মাসে ২:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করে। অর্থাৎ, সেই সময়ে কোম্পানিটি প্রতি ১ টি শেয়ারের জন্য ২ টি বোনাস শেয়ার ইস্যু করে। এর আগে, ২০১৬ সালের মার্চ মাসে, কোম্পানিটি ৪:১ অনুপাতে বোনাস শেয়ার ইস্যু করেছিল। এর অর্থ হল কোম্পানিটি তখন প্রতি ১ টি শেয়ারের জন্য ৪ টি বোনাস শেয়ার ইস্যু করেছে।
আরও পড়ুন: এই ২ কোম্পানির মাধ্যমেই বিপুল লক্ষ্মীলাভ করছেন মুকেশ আম্বানি! রিপোর্টে মিলল বড় তথ্য
কোম্পানিটি তার শেয়ার ২ বার ভাগ করেছে: স্মল ক্যাপ কোম্পানি রামা স্টিল টিউবস তার শেয়ার ২ বার ভাগ করেছে। মাল্টিব্যাগার কোম্পানিটি ২০১৬ সালের মার্চ মাসে তার শেয়ার ২ টি ভাগে বিভক্ত করে। কোম্পানিটি তার ১০ টাকার ফেস ভ্যালু স্টককে ৫ টাকার ২ টি শেয়ারে বিভক্ত করেছে। এদিকে, রামা স্টিল টিউবস ২০২২ সালের অগাস্টে তার স্টককে ৫ ভাগে বিভক্ত করে। কোম্পানিটি তার ৫ টাকার ফেস ভ্যালুর স্টককে ১ টাকার ফেস ভ্যালুর ৫ টি স্টকে বিভক্ত করেছে।
৫ বছরে শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছ ১,৪৪১ শতাংশ: আগেই জানিয়েছি যে, রামা স্টিল টিউবসের স্টকের দাম গত ৫ বছরে ১৪৪১ শতাংশ বেড়েছে। ৩ ডিসেম্বর, ২০২০ তারিখে এই স্মল ক্যাপ কোম্পানির স্টকের দাম ৬৪ পয়সায় লেনদেন হয়েছিল। এদিকে, ৫ ডিসেম্বর, ২০২৫ তারিখে BSE-তে কোম্পানির স্টকের দাম ৯.৮৬ টাকায় বন্ধ হয়। গত ৪ বছরে, এই কোম্পানির স্টকের দাম ২২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে, গত বছরে কোম্পানির স্টকের দামে ২৬ শতাংশেরও বেশি পতন ঘটেছে। জানিয়ে রাখি যে, রামা স্টিল টিউবসের স্টকের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর হল ১৪.৯২ টাকা। যেখানে এর ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর হল ৮.৪১ টাকা।
সতর্কীকরণ: শেয়ার বাজারে বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন।












