বাংলা হান্ট ডেস্ক: ভারত (India National Cricket Team) এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে চলা ৩ ম্যাচের ODI সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। এই সিরিজের তৃতীয় ম্যাচটি আগামী ৬ ডিসেম্বর বিশাখাপত্তনমে সম্পন্ন হবে। যেখানে এই সিরিজ কে জিতবে তা স্পষ্ট হবে। এদিকে, সিরিজের প্রথম ODI-তে ভারতীয় দল ১৭ রানে জয়লাভ করে। এরপর দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ODI-তে ৪ উইকেটে জয়লাভ করে। যার ফলে এই সিরিজ বর্তমানে ১-১ সমতায় দাঁড়িয়ে রয়েছে। এমতাবস্থায়, তৃতীয় ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেন কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য ও বর্তমান প্রতিবেদনে উপস্থাপিত করা হল।
তৃতীয় ODI-তে কেমন হবে টিম ইন্ডিয়ার (India National Cricket Team) প্লেয়িং ইলেভেন?
যশস্বী জয়সওয়াল আরেকটি সুযোগ পেতে পারেন: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ODI-তে রোহিত শর্মা হাফ-সেঞ্চুরি করেন। ওই ইনিংসে তিনি করছিলেন ৫৭ রান। যদিও, তাঁর ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়াল বড় রান করতে পারেননি। তবে, অধিনায়ক কেএল রাহুল এবং টিম ম্যানেজমেন্ট যশস্বীর ওপর আস্থা রাখতে পারেন। এমতাবস্থায়, তৃতীয় ODI-তে রোহিতের হয়ে ইনিংস ওপেন করতে পারেন তিনি। এদিকে, কিং কোহলি ৩ নম্বরেই নামতে পারেন। শেষ ২ টি ODI-তে তিনি টানা ২ টি সেঞ্চুরি করেছেন।

উইকেটরক্ষকের ভূমিকায় কেএল রাহুল: জানিয়ে রাখি যে, রুতুরাজ গায়কোয়াড় ৪ নম্বরে সুযোগ পেতে পারেন। গায়কোয়াড় দ্বিতীয় ODI-তে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন। ওই ইনিংসে তিনি করেন ১০৫ রান। ওই ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ৩৫৮ রানের স্কোর ছুঁতে সক্ষম হয়েছিল। এদিকে, পরবর্তী ম্যাচে অধিনায়ক কেএল রাহুল ৫ নম্বরে ব্যাট করতে পারতেন এবং উইকেটরক্ষকের ভূমিকাতেও অবতীর্ণ হতে পারেন। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে আরেকটি সুযোগ দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: ৫ বছরে ১,৪৪১ শতাংশ রিটার্ন! ১০ টাকারও কম দামের এই শেয়ার বিনিয়োগকারীদের করেছে মালামাল
প্রসিদ্ধ কৃষ্ণ এবং ওয়াশিংটন সুন্দরের জায়গা ঝুঁকিতে: জানিয়ে রাখি যে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ টি ODI-তেই প্রসিদ্ধ কৃষ্ণ ভালো পারফর্ম করতে পারেননি। তিনি ২ টি ম্যাচে মাত্র ৩ টি উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দরও ভালো পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে তৃতীয় ODI-তে উভয় খেলোয়াড়ের জায়গা পাওয়ার সম্ভাবনা ঝুঁকির মধ্যে রয়েছে। অনুমান করা হচ্ছে না, ধ্রুব জুরেল সুন্দরের জায়গায় খেলতে পারেন। অপরদিকে, নীতিশ রেড্ডি প্রসিদ্ধের জায়গায় আসতে পারেন। তবে, হর্ষিত রানা এবং অর্শদীপ সিং ফাস্ট বোলিং আক্রমণে থাকতে পারেন। অন্যদিকে কুলদীপ যাদবকে প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আরও পড়ুন: এই ২ কোম্পানির মাধ্যমেই বিপুল লক্ষ্মীলাভ করছেন মুকেশ আম্বানি! রিপোর্টে মিলল বড় তথ্য
তৃতীয় ODI-তে ভারতের সম্ভাব্য প্লেয়িং ইলেভেন: কেএল রাহুল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং কুলদীপ যাদব।












