মৃত BLO-দের পরিবারকে ক্ষতিপূরণ দেবে কমিশন, রাজ্যগুলিকে দেওয়া হল জরুরি বার্তা

Published on:

Published on:

Election Commission Awaits Final Call on BLO Compensation, SIR Delay Update
Follow

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচন চলাকালীন মৃত BLO-দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তে এগোচ্ছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে, সেই অঙ্ক এখনও চূড়ান্ত করেনি কমিশন। ইতিমধ্যেই ১২টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছে ইসি। সেখানে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ায় যদি কোনও রাজ্যের অতিরিক্ত সময় লাগে, তা হলে তা দ্রুত কমিশনকে জানাতে হবে।

SIR প্রক্রিয়ায় বাড়তি সময় দিতেই প্রস্তুত কমিশন (Election Commission)

কমিশন (Election Commission) ইতিমধ্যেই SIR-এর কাজ ৭ দিন পিছিয়ে দিয়েছে। শুক্রবারের বৈঠকে জানানো হয়েছে, কোনও রাজ্যের বিশেষ অসুবিধা থাকলে SIR সম্পূর্ণ করতে আরও সময় দেওয়া হবে। রাজ্যগুলিও কিছুটা বাড়তি সময় চেয়েছে বলে সূত্রের খবর।

তবে পশ্চিমবঙ্গ সিইও দপ্তর জানিয়েছে, বাংলায় কাজ যথেষ্ট ভালো গতিতে এগিয়েছে, ফলে অতিরিক্ত সময়ের প্রয়োজন হবে না। SIR-এর মূল অংশ প্রায় শেষের দিকে। তার উপর সামনে বিধানসভা ভোট, এই কারণে বাড়তি সময় নেবে না পশ্চিমবঙ্গ।

দেশজুড়ে মৃত ভোটারের সংখ্যা ২৩ লক্ষের বেশি

কমিশন (Election Commission) সূত্রে খবর, শুক্রবার বিকেল পর্যন্ত আপডেট হওয়া তথ্য অনুযায়ী, মৃত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২৩,৭১,২৩৯ জন। অন্যদিকে, নাম বাদ পড়তে পারে আরও ৫৪,৫৯,৫৪১ জন। এত বড় সংখ্যার পরিসংখ্যান নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক।

Election Commission Awaits Final Call on BLO Compensation, SIR Delay Update

আরও পড়ুনঃ রেকর্ড হারে উৎপাদন, তবু কেন ৮ টাকা ডিম? নবান্নে উঠল বড় প্রশ্ন

জেলা প্রশাসনকে কড়া নির্দেশ

মৃত ভোটারের তালিকা তৈরি নিয়ে জেলা প্রশাসনকে নতুন করে সতর্ক করেছে কমিশন (Election Commission)। সিইও অফিস থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, ডেটাবেসে ইতিমধ্যেই যে মৃত ভোটারদের তালিকা তৈরি হয়েছে, তা ফের একবার যাচাই করতে হবে। এই কাজে জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ERO) বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। সব মিলিয়ে, SIR প্রক্রিয়া থেকে মৃত ভোটারের তালিকা, সব ক্ষেত্রেই কঠোর নজরদারি চালাচ্ছে নির্বাচন কমিশন। ক্ষতিপূরণের অঙ্ক ঘোষণাই এখন বাকি।