বছর শেষে ৫টি নতুন AC লোকাল! রেল দিয়ে দিল বড় সুখবর

Published on:

Published on:

AC Local 5 AC local trains for passengers by the end of the year
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিত্যযাত্রীদের জন্য এবার সুখবর। কারণ বছর শেষে আরো পাঁচটি নতুন এসি লোকাল চালু হতে চলেছে (AC Local)। যদিও সর্বপ্রথম শিয়ালদহ রানাঘাট রুটে এই এসি লোকাল চালিয়েছে পূর্ব রেল। তারপর একে একে কৃষ্ণনগর, বনগাঁ ও সর্বশেষে কল্যাণী রুটে চালু হয় এই ট্রেন। আরো নতুন পাঁচটি লোকাল আসতে চলেছে এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।

বছর শেষে যাত্রীদের জন্য ৫টি এসি লোকাল (AC Local)

তবে কোন রুটে চলবে এই নিয়ে নানান প্রশ্ন উঠছে। এই বিষয়ে জানা গিয়েছে, এবার এসি লোকাল (AC Local) চলবে হাওড়া ডিভিশনে। হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এই ট্রেনগুলো চালানোর ভাবনা করা হচ্ছে। পাশাপাশি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ জানিয়েছেন হাওড়া থেকে ব্যান্ডেল এর মধ্যে এই সমীক্ষার কাজ চলছে।

AC Local 5 AC local trains for passengers by the end of the year

আরও পড়ুন: আবহাওয়া পরিবর্তনে ঠান্ডার মোকাবিলা করতে মাত্র ১৫ মিনিটে বানান ঝটপট হেলদি স্যুপ, প্রণালী রইল

এছাড়াও কৃষ্ণনগর রানাঘাট কল্যাণী ও কৃষ্ণনগর রুটে এসি লোকাল চলছে। পাশাপাশি যাত্রীসংহার বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছেন শিয়ালদা ডিভিশন। বৃহস্পতিবার থেকে শিয়ালদহ কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল শুরু করেছে পূর্ব রেল। সেই কারণে বৃদ্ধি করা হয়েছে ট্রেনের সংখ্যা।

এই বিষয়ে, পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, আরও পাঁচটি নতুন এসি লোকাল পাচ্ছে পূর্ব রেল। তবে হাওড়া-ব্যান্ডেলে কবে থেকে, কখন ট্রেন চলবে সেই বিষয়েও এখন কিছু বলা হয়নি। সবকটি ট্রেনই হাওড়া ডিভিশনে চলবে কি না, তাও জানা যায়নি। প্রাথমিক কাজ শুরু হয়েছে।

অন্যদিকে হাওড়া ডিভিশনে বিভিন্ন ট্রেন দেরিতে চলায় কার্যতো রুটের পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ একাধিক যাত্রীদের। পাশাপাশি দিনকে দিন বাড়ছে এই ক্ষোভ। এছাড়া হাওড়া ডিভিশনের ট্রেন দেরিতে চলেনি পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দায় চাপিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের উপর। তবে হাওয়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট ট্র‍্যাক নেই। লিলুয়া থেকে হাওড়ার মধ্যে সেই ‘ডেডিকেটেড’ অংশ তৈরির চেষ্টা চলছে। তা তৈরি করা হলে সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশাবাদী তিনি (AC Local)।