এক রাতেই হুড়মুড়িয়ে বাড়ল সোনার দাম, ছক্কা হাঁকাল রুপো, আজকের রেট

Published on:

Published on:

gold price(33)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিয়ের মরসুমে সোনার দাম (Gold Price) উর্দ্ধমুখী ফের। শুক্রবার কমার পর শনিবার ফের বাড়ল দাম। চলতি বছরে হলুদ ধাতুর দর সমানে লাফিয়ে বাড়ছে। মাঝে মাঝে কমলেও তা খুবই সামান্য হওয়ায় সাধারণ মানুষের চিন্তা কাটছে না। বিয়ের মরসুমে সোনার চাহিদা বাড়লেও দাম মধ্যবিত্তের ধরা-ছোঁয়ার বাইরে। শুক্রে কিছুটা স্বস্তি দেওয়ার পর শনিবার ফের তরতরিয়ে বাড়ল দাম।

বাঙালির জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সোনা। বর্তমান সময়ে সোনার দাম যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের হাতের নাগাল থেকে সোনা বেরিয়েই যাচ্ছে। আবার সোনার পাশাপাশি রুপোর দামও বাড়ছে সমানে। শনিবার দাম ফের বাড়ল হলুদ ধাতুর। এদিন সোনা কেনার পরিকল্পনা থাকলে পকেটে থেকে বেশি টাকা খসবে।

সোনার দাম বৃদ্ধি পেলে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, তেমনই সস্তা হলে চিন্তা কমে। আজ ৬ ডিসেম্বর সোনার দাম কত হল? ১ গ্রাম সোনা কিনতে কত খরচ পড়বে? জেনে নিন সম্পূর্ণ আপডেট।

gold price(28)

এক নজরে দেখে নিন রেটচার্ট (Gold Price)

শনিবার বাড়ল সোনার দাম। গতকাল কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ছিল ১২২৩০ টাকা। গতকালের তুলনায় ৮৫ টাকা দাম বেড়েছে প্রতি দামে। একদিনে দাম বেড়ে দাঁড়িয়েছে ১২৩১৫ টাকা। একইভাবে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ১২৩১৫০ টাকা। প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ৮৫০ টাকা।

স্বাভাবিকভাবেই এদিন ২৪ ক্যারাট সোনার দামও বেড়েছে। শুক্রবার ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ছিল ১২৮৬৫ টাকা। এদিন প্রতি এক গ্রামে দাম ৯৫ টাকা করে বেড়ে হয়েছে ১২৯৬০ টাকা। আর ২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম হয়েছে ১২৯৬০০ টাকা। কলকাতায় খুচরো পাকা ১০ গ্রাম সোনার ক্ষেত্রে দাম বেড়েছে ৯৫০ টাকা।

উল্লেখ্য, সোনা কতটা খাঁটি তা নির্ভর করে ক্যারেটের (Karat) উপর। সবচেয়ে খাঁটি সোনা হিসাবে ২৪ ক্যারেটের হয়। মূলত ২৪ ক্যারেটের সোনায় অন্য কোনও ধাতু মেশানো থাকে না। যার ফলে ২৪ ক্যারেট সোনার দাম বেশি থাকে। আর ২২ ক্যারেটের দাম কিছুটা কম থাকে।

gold price(26)

চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম সমানে বাড়ছে। এদিনও তা এক লক্ষ টাকার অনেক উপরে। কবে তা এক লাখের নিচে কমবে তা জানা নেই কারোর। বিশেষজ্ঞদের অনুমান, আসন্ন সময়ে সোনার দাম (Gold Price) আরও বাড়তে পারে, কমার সম্ভাবনা নেই। ২০২৬ সালে সোনার রেকর্ড দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: আবহাওয়া পরিবর্তনে ঠান্ডার মোকাবিলা করতে মাত্র ১৫ মিনিটে বানান ঝটপট হেলদি স্যুপ, প্রণালী রইল

রুপোর দাম

রুপোর দামেও এদিন সুখবর নেই। চলতি বছর রুপোর চাহিদা তুঙ্গে। তেমনই দাম সমানে বাড়ছে রুপোলি ধাতুর। রুপোর গহনা ট্রেন্ডিং এ চলছে বর্তমানে। সোনার পাশাপাশি রুপোর দামও লাফিয়ে বাড়ল শনিবার। দাম হয়েছে ১৭৯০৫ টাকা। গতকালের থেকে ২৪৫ টাকা দাম বেড়েছে। আর ১ কেজি রুপোর দাম প্রতি কেজিতে দাম ২৪৫০ টাকা বেড়ে হয়েছে ১৭৯০৫০ টাকা।