দীর্ঘ লড়াইয়ের জয়! দেশে ফিরলেন সোনালি বিবি, দেখা করতে পারেন অভিষেক

Published on:

Published on:

Abhishek Banerjee Intervention Brings Sonali Bibi Back Home
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে দেশে ফিরলেন সোনালি বিবি এবং তাঁর নাবালক সন্তান। শুক্রবার সন্ধ্যায় মালদহ সীমান্ত হয়ে তাঁরা ভারতে ফেরেন। শনিবার তাঁদের বীরভূমে নিজের বাড়িতে পৌঁছানোর কথা। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) খুব শীঘ্রই সোনালি বিবির সঙ্গে দেখা করতে পারেন বলে দলীয় সূত্রের খবর, যদিও দিনক্ষণ এখনও ঠিক হয়নি।

অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল সোনালীকে

জানা যায়, জুলাই মাসে দিল্লি থেকে সোনালি বিবি-সহ মোট ছ’জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছে ভারতের নাগরিকত্বের বৈধ নথি থাকা সত্ত্বেও সবাইকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হয়। সোনালি বিবি ও তাঁর নাবালক ছেলেকে বাংলাদেশ পুলিশ আটক করে। সেই থেকেই তাঁরা বাংলাদেশের দেশের জেলে আটকে ছিলেন প্রায় আট মাস।

সুপ্রিম কোর্ট-হাই কোর্টের নির্দেশ অবশেষে দেশে ফেরা

এই ঘটনা নিয়ে সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টে মামলা করা হয়। দুই আদালতই সোনালিদের ভারতে ফিরিয়ে আনার নির্দেশ দেয়। অভিযোগ ওঠে, কেন্দ্রীয় সরকার সেই প্রক্রিয়ায় গড়িমসি করছিল। এই ইস্যুতে প্রথম দিন থেকেই সরব ছিল তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বারবার কেন্দ্রকে আক্রমণ করেন এবং সামাজিক মাধ্যমে লেখেন, “বর্জনের রাজনীতি বাংলার মানুষ সহ্য করবে না। ২০২৬ সালে জনতা জবাব দেবে।”

ভারতে ফেরার পর সোনালির বক্তব্য

দীর্ঘ কারাবন্দি অবসান ঘটিয়ে দেশে ফিরেই সোনালি বিবি প্রকাশ্যে কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। তিনি বলেন, “বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে এসে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ৮ মাসের বেশি বাংলাদেশে ছিলাম। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। অনেক অনুরোধ করেও লাভ হয়নি। শেষে বিএসএফকে দিয়ে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হল।”

Abhishek Banerjee Intervention Brings Sonali Bibi Back Home

আরও পড়ুনঃ চিংড়িঘাটা মেট্রো কেন থমকে? রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

দীর্ঘ আট মাসের দুঃস্বপ্নের পর অবশেষে দেশে ফিরলেন সোনালি বিবি। এখন তাঁর পরিবারের সঙ্গে দেখা, এবং সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্ভাব্য সাক্ষাৎ, সব মিলিয়ে পরিস্থিতি ঘিরে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে।