বাংলা হান্ট ডেস্ক: IPL ২০২৬-এর নিলামের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই, প্রতিটি দল তাদের রিটেনশন তালিকা ঘোষণা করেছে। যার মধ্যে বেশ কয়েকটি আশ্চর্যজনক সিদ্ধান্ত সামনে এসেছে। সবথেকে চমকপ্রদ বিষয় হল, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) তাদের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের মধ্যে বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেলও অন্তর্ভুক্ত ছিলেন। রাসেল দীর্ঘ ১১ বছর ধরে এই দলের হয়ে খেলেছেন এবং তিনি একজন কিংবদন্তি IPL খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। এদিকে, দল তাঁকে রিলিজ করার পরই তিনি IPL থেকে অবসর গ্রহণ করে KKR-এর ‘পাওয়ার কোচ’ হিসেবে আগামী মরশুমে অবতীর্ণ হবেন। তবে, আন্দ্রে রাসেলকে কেন দল থেকে ছেড়ে দেওয়া হল এবং কেন তিনি IPL থেকে অবসর নিলেন এই বিষয়ে অনুরাগীদের মনে প্রশ্ন ছিল। এবার সেই সংক্রান্ত বড় আপডেট সামনে এসেছে।
আন্দ্রে রাসেলকে KKR (Kolkata Knight Riders) কেন রিলিজ করে:
জানিয়ে রাখি যে, IPL থেকে আন্দ্রে রাসেলের অবসর কলকাতা নাইট রাইডার্সের জন্যও আবেগাপ্লুত বিষয় ছিল। মূলত, KKR যাতে বড় অঙ্কের টাকা হাতে রেখে নিলামে নামতে পারে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই প্রসঙ্গে KKR-এর সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, রাসেলের রিলিজের বিষয়টি এতটাই কঠিন ছিল যে, তিনি বেশ কয়েক রাত ঘুমোতে পারেননি।

KKR-এর সঙ্গে রাসেলের সম্পর্ক ২০১৪ সাল থেকে শুরু হয়। সেই সময়ে তিনি দিল্লি ডেয়ারডেভিলস থেকে এই দলে যোগ দিয়েছিলেন। ২০১৭ সালে ডোপিং নিষেধাজ্ঞার পরেও, KKR রাসেলের সঙ্গে ছিল। কিন্তু, তাঁর বয়স এবং বিশাল বেতন বিবেচনা করে, KKR এবার রাসেলকে রিলিজ করার সিদ্ধান্ত নয়। যাতে তাঁরা নিলামে নতুন খেলোয়াড় কিনতে পারে। এর জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। যদি KKR রাসেলকে ধরে রাখত, তাহলে তাদের পার্স থেকে ১৮ কোটি টাকা কমে যেত। যা নিলামে বড় প্রভাব ফেলত।
আরও পড়ুন: এই ২ কোম্পানির মাধ্যমেই বিপুল লক্ষ্মীলাভ করছেন মুকেশ আম্বানি! রিপোর্টে মিলল বড় তথ্য
শাহরুখ খানের নির্দেশেই হয়েছেন কোচ: এদিকে, কলকাতা নাইট রাইডার্স যখন আন্দ্রে রাসেলকে তাদের সিদ্ধান্তের কথা জানায়, তখন তিনি নিলামে নাম লেখানোর জন্য উত্তেজিত হয়ে পড়েন। তবে, কয়েকদিন পরে রাসেল তাঁর মত পরিবর্তন করেন। KKR-এর সিইও ভেঙ্কি মাইসোর ইএসপিএনক্রিকইনফোকে বলেন, ‘কয়েকদিন পর রাসেল বিষয়টি বুঝতে পেরেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি অনেক রাত ভেবে কাটিয়েছি এই সব কোথায় যাচ্ছে। আমি বেগুনি এবং সোনালী রং, নাইট রাইডার্স এবং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আপনার এবং মালিকদের সঙ্গে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে তাতে আমি অভ্যস্ত।’ ভেঙ্কি মাইসোর তখন KKR-এর মালিক শাহরুখ খানকে এই কথা বলেন এবং আন্দ্রে রাসেলকে কোচিংয়ের প্রস্তাবের জন্য অনুরোধ করেন।
ভেঙ্কি মাইসোর বলেন, “আমি দেখতে পাচ্ছিলাম যে রাসেল এই ব্যাপারে খুবই বিভ্রান্ত ছিলেন। তাই যখন আমি শাহরুখ খানের সঙ্গে এই বিষয়টি শেয়ার করি, তখন শাহরুখ খানই রাসেলকে কোচিংয়ের ভূমিকা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কারণ, দেখুন একজন খেলোয়াড় মনে মনে ভাবতে পারেন, ‘আমি অবসর নেওয়ার পর কী হবে?’ কিন্তু আমার মনে হয় না রাসেল এটা নিয়ে খুব বেশি ভাবতে চান। কারণ পেশাদার ক্রীড়াবিদরা এমনই হন।” অর্থাৎ, শাহরুখ খানের এই প্রস্তাবের পর আন্দ্রে রাসেল অবসর ঘোষণা করে KKR কোচিং স্টাফে যোগ দিয়েছেন। তবে, তিনি বিশ্বের অন্যান্য লিগে খেলা চালিয়ে যাবেন।












