কোন কোন বিধায়কের নাম কাটা হতে পারে? কঠোর রিভিউ শুরু তৃণমূলের

Published on:

Published on:

Trinamool Congress Begins Strict Performance Scan for 2026 Tickets
Follow

বাংলা হান্ট ডেস্কঃ SIR প্রক্রিয়া শেষ হলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার সম্ভাবনা। তাই এখন থেকেই রাজ্য রাজনীতিতে বাড়ছে নির্বাচনী উত্তেজনা। সব দলই নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে। তবে তার মধ্যেই টিকিট নিয়ে সবচেয়ে কঠোর অবস্থান নিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)।

ভাল কাজ না করলে টিকিট নেই, স্পষ্ট বার্তা তৃণমূলের (Trinamool Congress)

ইতিমধ্যে সব বিধায়কের কাজকর্ম খতিয়ে দেখা শুরু করেছে তৃণমূল (Trinamool Congress)। জানানো হয়েছে গতবার জিতেছিলেন কিনা সেটা বিবেচ্য নয়। দলের শীর্ষ নেতৃত্ব প্রত্যেক বিধায়কের পারফরম্যান্স যাচাই করছে। এসআইআর চলাকালীন কোন বিধায়ক কতটা মানুষের পাশে ছিলেন, এলাকায় কতটা সক্রিয় ছিলেন, এগুলো এখন বিশেষভাবে দেখা হচ্ছে। তৃণমূলের পরামর্শদাতা সংস্থাও এলাকায় গিয়ে গ্রাউন্ড সার্ভে করছে। সব তথ্য মিলিয়ে প্রতিটি বিধায়কের একটি রিপোর্ট তৈরির কাজ চলছে। সম্প্রতি প্রকাশ হওয়া সরকারের “উন্নয়নের পাঁচালি” রিপোর্টও ব্যবহার করা হবে এলাকাভিত্তিক প্রচারে। সেই কর্মসূচি কতটা গুরুত্ব দিয়ে পালন করছেন বিধায়করা, সেটাও নোট করা হচ্ছে।

ভাল কাজ করলে তবেই টিকিট, বার্তা মমতার

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, তিনি চান সৎ, পরিশ্রমী এবং মানুষের কাজে যাঁরা যুক্ত থাকেন, এমন নেতা। নির্বাচনের আগে সেই নির্দেশ মাথায় রেখেই দল এবার আরও কঠোর। গত ২৪ নভেম্বরের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট বলেছেন, “কোনও দাদা ধরে টিকিট পাওয়া যাবে না। শুধু পারফরম্যান্স।”

২১৯ জন বিধায়ককে নিয়ে বড়সড় পর্যালোচনা

ডোমকল ও তেহট্টের দুই বিধায়কের মৃত্যুতে সেখানে এখনও ভোট হয়নি। মুকুল রায়ের পদ খারিজ হওয়ার পরে তৃণমূলের (Trinamool Congress) অফিশিয়াল বিধায়ক সংখ্যা এখন ২১৯। এর বাইরে অন্য দল থেকে এসে তৃণমূলে যোগ দেওয়া ৫ জন এমএলএও রিভিউ তালিকায় রয়েছেন।

কারা টিকিট হারাতে পারেন?

দলীয় সূত্র কারা টিকিট হারাতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দিয়েছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হল –

  1. এলাকায় কোনও বিধায়কের বিরুদ্ধে মানুষের অভিযোগ থাকলে তাঁর টিকিট পাওয়া কঠিন।
  2. দলের নাম ব্যবহার করে অযথা গাড়ি–বাড়ি বাড়ানোর অভিযোগ যাঁদের বিরুদ্ধে আছে, তাঁদেরও নজরে রাখা হয়েছে।
  3. দুর্ব্যবহারের কারণে দু’জন অভিনেতা বিধায়কের টিকিট কাটা যেতে পারে।
  4. বিজেপির সঙ্গে গোপনে যোগাযোগ রাখা বা দলে থেকে “বিভীষণ”-এর ভূমিকা নেওয়া নেতাদের টিকিট দেবে না তৃণমূল।

Trinamool Congress Begins Strict Performance Scan for 2026 Tickets

আরও পড়ুনঃ শর্তসাপেক্ষে বাংলায় বাড়তে পারে SIR-এর সময়, জানাল কমিশন

এখানে তৃণমূলের (Trinamool Congress) শীর্ষ নেতৃত্ব জানিয়েছে বয়স বেশি হলেই বাদ পড়বেন, এমন নয়। উদাহরণ হিসেবে বজবজের অশোক দেবের নাম তুলে ধরা হয়েছে। তিনি সত্তরের বেশি হলেও পরিশ্রমী বিধায়ক বলে তাঁর কাজ আলাদা গুরুত্ব পাচ্ছে।