প্রাথমিক শিক্ষকদের উপর নতুন দায়িত্ব, উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় ‘গার্ড’ বানানোর নির্দেশে চাঞ্চল্য

Published on:

Published on:

WBCHSE primary teachers on guard at higher secondary schools ruckus begins on Parliament's orders
Follow

বাংলা হান্ট ডেস্ক:এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (WBCHSE) প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ইনভিজিলেটরের কাজ করবেন। তবে তা ডিআই মাধ্যমিক ও প্রাথমিকের অনুমতি সাপেক্ষ। আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে বিভিন্ন জেলায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য যে বৈঠক করছেন। সেই নির্দেশিকা নিউ শিক্ষা মহলে উঠেছে একাধিক প্রশ্ন। এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ভেন্যু সুপারভাইজ়াররা জানাচ্ছেন, উচ্চ মাধ্যমিকের তুলনায় মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাড়ে তিন লাখের বেশি। তারপরও মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র সেন্টার ও ভেন্যুর পাশাপাশি আশপাশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের ইনভিজিলেটর হিসেবে নিযুক্ত করার নির্দেশ দিয়েছে। তাহলে সেখানে উল্টো পথে হেটে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার নিরাপত্তার সঙ্গে আপোস কেন উঠছে সেই নিয়ে একাধিক প্রশ্ন করা হচ্ছে।

উচ্চ-মাধ্যমিকের গার্ডে প্রাথমিক শিক্ষক! সংসদের নির্দেশে তোলপাড় শুরু (WBCHSE)

যদিও এই বিষয়ে, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য শুক্রবার কোচবিহারে পরীক্ষার প্রস্তুতি নিয়ে বৈঠকে ব্যস্ত ছিলেন। তাঁর কথায়, ‘উচ্চ মাধ্যমিক (WBCHSE) স্তরে শিক্ষক-শিক্ষিকার স্বল্পতা আছে। পরিস্থিতি সামাল দিতে সেন্টার ও ভেন্যুর পাশাপাশি আশপাশের প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ডিআইদের অনুমতি সাপেক্ষে নিয়োগের কথা জানানো হয়েছে।

WBCHSE primary teachers on guard at higher secondary schools ruckus begins on Parliament's orders

আরও পড়ুন: নামটা শুনে ভুলবেন না—খাওয়া যায় সত্যিকারের ঢপের চপ! রইল বানানোর কৌশল

আর এখানেই প্রশ্ন উঠছে। মাধ্যমিকে ১০ লাখ পরীক্ষার্থী। আড়াই হাজারের বেশি ভেন্যু। সে তুলনায় উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমেস্টারে সর্বোচ্চ সাড়ে ছ’লাখ পরীক্ষার্থী বসতে পারে। ফি বছর খাতা দেখার জন্য সংসদ ৪৮ হাজার থেকে ৫০ হাজার বিষয়ভিত্তিক শিক্ষিক-শিক্ষিকাকে পরীক্ষক হিসেবে নিয়োগপত্র দেয়। আর মাধ্যমিকে ইনভিজিলেটরের সংখ্যা ৫২ হাজারের আশপাশে।

এছাড়াও পরীক্ষা কেন্দ্রে নজরদারির পাশাপাশি পরীক্ষার্থীদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট খোলা, রেগুলার, সিসি এবং কম্পার্টমেন্টাল প্রার্থীদের পৃথক রোল কোড অনুযায়ী, প্রশ্ন ও খাতা দিতে হয়। তাছাড়া সেমেস্টার পদ্ধতির সঙ্গেই পুরোনো বার্ষিক পদ্ধতির ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসবে। সে ক্ষেত্রে প্রাথমিকের শিক্ষকদের ইনভিজিলেটর নিয়োগ করলে সমস্যা হতে পারে।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশু মিশ্র বলেন, উচ্চ মাধ্যমিকে (WBCHSE) পরীক্ষার্থী কম হলেও সংসদ কেন প্রাথমিকের শিক্ষকদের ইনভিজিলেটর হিসেবে নিয়োগের নির্দেশিকা দিচ্ছে, সেটা সত্যিই ধন্দ তৈরি করছে।