Mahindra-Hyundai-কে টেক্কা Tata-র! নভেম্বরেই বিক্রি এতগুলি গাড়ি, কোথায় দাঁড়িয়ে Maruti Suzuki?

Published on:

Published on:

Huge car sales in India in November 2025.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ২০২৫ সালের নভেম্বরে ভারতের গাড়ি বাজারে প্রতিটি বড় কোম্পানির শক্তিশালী পারফরম্যান্স পরিলক্ষিত হয়েছে। তবে, মাসিক (MoM) পরিসংখ্যানে উৎসব-পরবর্তী একটি সাধারণ পতন দেখা গেছে। দেশের (India) শীর্ষ ৬ টি গাড়ি কোম্পানি একসঙ্গে ৩,৯০,৬৫৭ টি ইউনিট বিক্রি করেছে। যেটি ২০২৪ সালের নভেম্বরে বিক্রি হওয়া ৩২৮,৬২৬ ইউনিটের তুলনায় ১৮.৮৮ শতাংশ বেশি। তবে, উৎসবের মরশুম এবং GST হ্রাসের কারণে, নভেম্বরের পরিসংখ্যান ২০২৫ সালের অক্টোবরে বিক্রি হওয়া ৪৩২,৩২১ ইউনিটের তুলনায় ৯.৬৪ শতাংশ কম। এর থেকে বোঝা যায় যে, বাজার এখন স্বাভাবিক চাহিদায় ফিরে আসছে।

দেশজুড়ে (India) বিপুল গাড়ি বিক্রি:

পরিসংখ্যান অনুযায়ী মারুতি সুজুকি তাদের প্রথম স্থান ধরে রেখেছে। ওই সংস্থা ১৭০,৯৭১ টি ইউনিট বিক্রি করেছে। যা বার্ষিক ২০.৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে, টাটা মোটরস রয়েছে দ্বিতীয় স্থানে। এই সংস্থাটি ৫৭,৪৩৬ ইউনিট বিক্রি করেছে। যা বার্ষিক ২২.০৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাঞ্চ এবং নেক্সনের তুমুল বিক্রয় এই পরিসংখ্যানে সহায়তা করেছে। এদিকে, বিক্রির দিক থেকে আবারও মাহিন্দ্রা এবং হুন্ডাইকে পেছনে ফেলেছে টাটা।

Huge car sales in India in November 2025.

মাহিন্দ্রা তৃতীয় স্থানে রয়েছে: এই পরিসংখ্যানে মাহিন্দ্রা তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ৫৬,৩৩৬টি ইউনিট বিক্রি করেছে। এক্ষেত্রে ২১.৮৮ শতাংশের বার্ষিক বৃদ্ধি ঘটেছে। মূলত, স্করপিও, থার, XUV3XO, বোলেরো এবং XUV700-এর ভালো বিক্রয়ের কারণে এই পরিসংখ্যান সামনে এসেছে।

আরও পড়ুন: ইন্ডিগো সঙ্কটের আবহে এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! কেনার জন্য হুড়োহুড়ি বিনিয়োগকারীদের

এদিকে, হুন্ডাই ৫০,৩৪০ ইউনিট বিক্রি করেছে। যা বার্ষিক ৪.৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ভেন্যু এবং ক্রেটার চাহিদা স্থিতিশীল ছিল। তবে নতুন মডেল আপডেটের প্রস্তুতির কারণে কোম্পানিটির মাসিক বিক্রির হার ৬.৪২ শতাংশ হ্রাস পেয়েছে।

আরও পড়ুন: রিলিজের পরেই মন খারাপ করা রাসেলকে কীভাবে KKR-এ ফেরালেন শাহরুখ? জানলে অবাক হবেন

টয়োটা-কিয়ার গাড়িও বিপুল বিক্রি হয়েছে: জানিয়ে রাখি যে, টয়োটা গত নভেম্বরে ৩০,০৮৫ ইউনিট বিক্রি করেছে। যা বার্ষিক ভিত্তিতে ১৯.৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হাইক্রস, ইনোভা, হাইরাইডার এবং টাইসরের শক্তিশালী বিক্রির কারণে এটি ঘটেছে। তবে, মাসিক ভিত্তিতে বিক্রয় ২৫.২৭ শতাংশ হ্রাস পেয়েছে। কারণ, গত মাসে উৎসবের মরশুমে রেজিস্ট্রেশন বৃদ্ধি ঘটেছিল। এদিকে, কিয়া ইন্ডিয়া ২৫,৪৮৯ ইউনিট বিক্রি করেছে। যা বার্ষিক ভিত্তিতে ২৩.৭৩ শতাংশ বেশি। সেল্টোস, সনেট এবং ক্যারেন্সের চাহিদা অব্যাহত রয়েছে। জানিয়ে রাখি যে, কিয়া আগামী ১০ ডিসেম্বর ভারতে নতুন সেল্টোস লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।