বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI। যেটি প্রত্যক্ষভাবে লাভবান করবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট (Zero Balance Account) হোল্ডারদের। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বেশ কয়েকটি বিনামূল্যে পরিষেবা প্রদানের নির্দেশ দিয়েছে। যার মধ্যে RBI ইতিমধ্যেই বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্টগুলিতে প্রাপ্ত গফ্রি সার্ভিসেজের বিনামূল্যে পরিষেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত শিক্ষার্থী এবং দরিদ্র মানুষদের জন্য উপকারী হবে।
জিরো ব্যালেন্স অ্যাকাউন্টেও (Zero Balance Account) বিনামূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা:
এছাড়াও, RBI আরও বলেছে যে, ব্যাঙ্কগুলি যেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্টকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং যদি কোনও সেভিংস অ্যাকাউন্টধারী BSBD-র জন্য আবেদন করেন সেক্ষেত্রে ৭ দিনের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রেও ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম অনুসারে, প্রতিটি BSBD অ্যাকাউন্ট, যা জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট নামেও পরিচিত সেগুলি টাকা জমা, অনলাইনে তোলা বা চেক পেমেন্টের সুবিধা প্রদান করবে। তাছাড়া, মাসিক অর্থ জমার সংখ্যার ওপর কোনও বিধিনিষেধ থাকবে না। এর ফলে, জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্রাহকদের কোনও ব্যাঙ্কিং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না।
আরও পড়ুন: Mahindra-Hyundai-কে টেক্কা Tata-র! নভেম্বরেই বিক্রি এতগুলি গাড়ি, কোথায় দাঁড়িয়ে Maruti Suzuki?
এই সুবিধাগুলি পাওয়া যাবে: RBI জানিয়েছে যে নতুন নিয়মের অধীনে, গ্রাহকরা কোনও বার্ষিক ফি ছাড়াই একটি ATM বা ATM-কাম-ডেবিট কার্ড পাবেন। এছাড়াও, প্রতি বছর কমপক্ষে ২৫ পৃষ্ঠার একটি চেকবুক, বিনামূল্যে ইন্টারনেট এবং মোবাইল ব্যাঙ্কিং এবং একটি বিনামূল্যে পাসবুক বা মাসিক স্টেটমেন্টও মিলবে। অতিরিক্তভাবে, মাসে ৪ বার পর্যন্ত বিনামূল্যে টাকা তোলা যাবে। এদিকে, কার্ড সোয়াইপ (PoS), NEFT, RTGS, UPI এবং IMPS-এর মতো ডিজিটাল পেমেন্ট এই ৪ বারের সময়ের সীমার মধ্যে গণ্য হবে না। অর্থাৎ এই পরিষেবাগুলি আলাদাভাবে উপলব্ধ থাকবে।
আরও পড়ুন: ইন্ডিগো সঙ্কটের আবহে এই কোম্পানির শেয়ারে রকেটের গতি! কেনার জন্য হুড়োহুড়ি বিনিয়োগকারীদের
জানিয়ে রাখি যে, ব্যাঙ্কগুলি জানিয়েছিল যে, গ্রাহকদের আয় এবং প্রোফাইলের ওপর ভিত্তি করে BSBD অ্যাকাউন্ট খোলার জন্য কিছু শর্ত যুক্ত করা উচিত। কিন্তু RBI এই প্রস্তাব গ্রহণে অস্বীকার করে। RBI স্পষ্ট করে জানিয়েছে যে, এই অ্যাকাউন্টগুলি সকলের জন্য এবং আর্থিক অন্তর্ভুক্তির জন্য তৈরি করা হয়েছে। অর্থাৎ আরও বেশি সংখ্যক মানুষ এর মাধ্যমে ব্যাঙ্কিং-এর সঙ্গে সংযুক্ত হতে পারছেন। তাই ব্যাঙ্ক BSBD অ্যাকাউন্ট হোল্ডারদের সঙ্গে আদৌ
বৈষম্য করতে পারে না। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে, এই গ্রাহকদের এখন অন্যান্য অ্যাকাউন্টধারীদের মতো একই সুবিধা প্রদান করা হবে। এদিকে, KYC এবং মাইনর অ্যাকাউন্ট সম্পর্কিত পূর্ববর্তী নিয়মগুলি কার্যকর থাকবে।












