‘জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে’! ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ প্রতিপক্ষকে ঝাঁঝালো আক্রমণ করে অতীতে বহুবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। লোকসভা ভোটের প্রাক্কালেও একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করেছেন তিনি। দিন কয়েক আগে তাঁকে সেই কারণে সতর্কও করেছিল কমিশন। তবে দিলীপ আছেন দিলীপেই!

বুধবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের একবার মমতাকে আক্রমণ করলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি (BJP) প্রার্থী। গতকাল চালসায় মুখ্যমন্ত্রীর কনভয় দেখে ‘চোর’, ‘চোর’ করে স্লোগান তুলেছিলেন কয়েকজন। সেই প্রসঙ্গে তৃণমূল (TMC) নেত্রী বলেন, ‘আমার গাড়ি দেখে চোর বলছে। সেদিন ওঁদের জিভ টেনে নিতে পারতাম। কিন্তু ভোট বলে কিছু বলিনি’। এবার মমতার এই মন্তব্যের পাল্টা দিলেন দিলীপ।

রাম নবমীর দিন সকালে দুর্গাপুরের সগড়ডাঙা মাঠে এসেছিলেন বিজেপি নেতা। সেখানেই মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘জিভ টেনে ছিঁড়বেন? সেসব দিন চলে গিয়েছে। আপনি কিছুই করতে পারবেন না। এবার যা করার মানুষ করবে। আপনাদের নেতাদের জুতো, লাঠি, ঝাঁটা দেখানো হচ্ছে। শেষ জীবনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটাও দেখতে হবে। পাপীদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলে এটা দেখতে হচ্ছে’।

আরও পড়ুনঃ অভিষেক-গড়ে BJP-র ট্রাম্প কার্ড ববি! অভিজিৎকে নিয়ে প্রথম প্রতিক্রিয়া তৃণমূল সেনাপতির! বললেন…

এখানেই অবশ্য থামেননি মেদিনীপুরের বিদায়ী সাংসদ। মুখ্যমন্ত্রীর জেলযাত্রা মন্তব্য নিয়েও খানিক খোঁচা দেন তিনি। দিলীপ বলেন, ‘জেলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃদ্ধাশ্রম হবে’। লোকসভা ভোটের মুখে দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ফের দানা বেঁধেছে নয়া বিতর্ক।

প্রসঙ্গত, গত মার্চ মাসেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন দিলীপ। তিনি বলেছিলেন, ‘দিদি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে। আমি বলি বাপ তো ঠিক করুন। যার তার মেয়ে হওয়া ঠিক নয়’।

mamata dilip 2

বিজেপি প্রার্থীর এই মন্তব্য ঘিরে ব্যাপক শোরগোল হয়েছিল। তৃণমূল শিবিরের একাধিক নেতা-নেত্রী গর্জে উঠেছিল। এরপর নির্বাচন কমিশনের তরফ থেকেও বিজেপি নেতাকে সতর্ক করা হয়। কিন্তু তা সত্ত্বেও দিলীপ যে নিজের ছন্দেই রয়েছেন তা ফের প্রমাণিত হয়ে গেল আজ।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর