টিম ইন্ডিয়ায় ফিরছেন চাহল, কুলদীপ! বাদ জাদেজা, অশ্বিন? বড় সিদ্ধান্তের পথে BCCI

বাংলা হান্ট ডেস্ক : আগামি জুন থেকেই শুরু হতে চলেছে ICC T20 World Cup। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তোড়জোড়। স্টেডিয়াম সাজানো থেকে শুরু করে টিম রেডি করা সবকিছুই চলছে পুরোদমে। যে কারণে ক্রিকেটাররাও সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছেন IPL-র মাঠে। আর এই IPL ২০২৪ ই বলে দেবে ক্রিকেটারদের বিশ্বকাপ ভবিষ্যৎ।

সূত্রের খবর, IPl এর পারফরম্যান্সের উপরই নির্ভর করে টিম (India National Cricket Team) বাছাই করবে BCCI। যেহেতু বিশ্বকাপের আগে প্লেয়াররা আলাদা করে আর প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন না তাই এই টুর্নামেন্টের পারফরম্যান্সকে ধরেই এগোতে চাইছে নির্বাচকরা। ইতিমধ্যেই বেশকিছু জনের নাম নাকি ফাইনালও করে ফেলেছে BCCI।

আসন্ন বিশ্বকাপে অধিনায়কত্ব যে রোহিত শর্মাই দেবেন সেকথা আগেই স্পষ্ট করে দিয়েছিল BCCI। এদিকে কানাঘুষা উঠে আসছে ঈশান কিষানের নামও। আর এবার খবর, আসন্ন বিশ্বকাপে জায়গা পেতে পারেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদবও। এটা সত্যি হলে রবীন্দ্র জাদেজা ও আর অশ্বিনের কার্ড কেটে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

আসলে চলতি মরশুমে এই দুই স্পিনার রীতিমত তাণ্ডব শুরু করেছে। বিশেষ করে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহালের আক্রমণাত্মক বোলিংয়ের সামনে টিকতে পারছেনা তাবড় তাবড় ব্যাটাররা। গত ৬ ম্যাচে মোট ১১টি উইকেট তুলেছেন তিনি। এমন আবহে টিম ইন্ডিয়ার জন্য যুজবেন্দ্র চাহলও একটা ভালো অপশন বলে মনে করছেন নির্বাচকরা। একই সাথে উঠে আসছে কুলদীপ যাদবের নাম‌।

আরও পড়ুন : ঘরের মাঠে লজ্জাজনক হার! যে ৩ কারণে কলকাতাকে টেক্কা দিল রাজস্থান

উল্লেখ্য যে, চাহল এইমুহুর্তে BCCI কেন্দ্রীয় চুক্তির বাইরে রয়েছেন। তবে IPL এ তার পারফরমেন্স দেখে নির্বাচকরা দ্বিতীয়বার ভাবতে বাধ্য হচ্ছে। ওদিকে কুলদীপ যাদবও দিল্লি ক্যাপিটালসের হয়ে মারাত্মক বোলিং করছেন। এমন আবহে দুই ক্রিকেটারই তাদের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে নিজেদের জোরালো দাবি তুলে ধরছেন।

আরও পড়ুন : হয় যান সাবধান! দক্ষিণবঙ্গের ১০ জেলায় মহাবিপদ, আবহাওয়ার ভয়ঙ্কর আপডেট দিল IMD

বাদ পড়বেন জাদেজা-অশ্বিন?

অশ্বিনকে প্রথম কয়েকটি ম্যাচে রাজস্থানের হয়ে খেলতে দেখা গেলেও শেষ দুই ম্যাচে অশ্বিন সম্ভাব্য একাদশের বাইরে। বোলিংয়ে অশ্বিনের পারফরম্যান্স বলার মত না হলেও ব্যাটসম্যান হিসেবে অশ্বিন অবশ্যই ভালো পারফর্ম করেছেন। ওদিকে রবীন্দ্র জাদেজার কথা বললে, তিনিও ভালো ফর্মে রয়েছেন। জাদেজা এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন। বাকি দুই ম্যাচে ব্যাটিং-র সুযোগ আসেনি যদিও তবে মোটের উপর তার পারফরমেন্স ভালো। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, নির্বাচকরা জাদেজা-অশ্বিনের নাম কেটে চাহাল-কুলদীপের উপর আস্থা দেখাবেন নাকি? সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। যদিও সেটা তো নাম ঘোষণার পরেই জানা যাবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর