‘সবচেয়ে দুঃখ লাগে…’! ভোটের মুখে প্রথমবার RSS নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা, চারিদিকে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ শিয়রে লোকসভা নির্বাচন। আগামী শুক্রবার রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে জনপ্রিয় একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একাধিক বিষয়ে কথা বলেন তিনি। নানান কথার মাঝে উঠে আসে আরএসএসের (RSS) প্রসঙ্গ। তখনই আক্ষেপের সুর শোনা যায় তৃণমূল সুপ্রিমোর গলায়।

অতীতে একাধিকবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) সঙ্গে মমতার ‘সখ্যতা’ নিয়ে সরব হতে দেখা গিয়েছে বাম-কংগ্রেসকে। বছর খানেক আগে অবধিও আরএসএসের বিষয়ে খানিক নরম সুরে কথা বলেছেন তৃণমূল (TMC) নেত্রী। বিজেপিকে আক্রমণ করার সময় যেমন একবার বলেছিলেন, ‘আমি মানি না আরএসএস এতটা খারাপ’। তবে লোকসভা নির্বাচনের আগে বদলে গেল সেই চিত্র!

সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার সবচেয়ে দুঃখ লাগে, যখন ইন্ধিরা গান্ধীকে আরএসএস সমর্থন করেছিল, আমি ভেবেছিলাম এঁদের মধ্যে কিছুটা হলেও মাধুর্য্য থাকতে পারে। তবে এখন সেটা ফুরিয়ে গিয়েছে’।

আরও পড়ুনঃ ‘জেলটাই মমতার বৃদ্ধাশ্রম হবে’! ভোটের মুখে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ দিলীপ ঘোষের

যদিও এই প্রথম নয়, চলতি বছর সন্দেশখালি কাণ্ডের পরেই আরএসএস প্রসঙ্গে মমতাকে অবস্থান বদলাতে দেখা গিয়েছিল। নরম সুর ছেড়ে রীতিমতো নিশানা করেছিলেন সংঘকে। বিধানসভায় বলেছিলেন, ‘এই সন্দেশখালি আরএসএসের শক্ত ঘাঁটি’।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে তৃণমূল নেত্রীর মুখ থেকে এহেন মন্তব্য শুনে সেই সময় অবাক হয়েছিলেন অনেকেই। এবার লোকসভা ভোটের আগে ফের একবার এই নিয়ে মুখ খুললেন তিনি। আরএসএসের মাধুর্য্য হারিয়ে গিয়েছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী।

mamata banerjee on rss

প্রসঙ্গত, লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে আক্রমণ পাল্টা আক্রমণের ধারা। মঙ্গলবার যেমন ময়নাগুড়ির সভা থেকে গেরুয়া শিবিরকে একহাত নিয়েছিলেন তৃণমূল নেত্রী। ‘বিজেপি পকেটমারের দল’, ‘সবচেয়ে বড় চোর’ বলে সুর চড়ান তিনি। এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে। ইতিমধ্যেই আরএসএস প্রসঙ্গে তাঁর মন্তব্য নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর