‘মমতার’ কোচিং সেন্টারের জয়জয়কার! ৭ জন ক্র্যাক করলেন UPSC, দেখুন কার কত ব়্যাঙ্ক হল

বাংলাহান্ট ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে পড়াশোনা করে ৭ জন পড়ুয়া সাফল্য পেলেন সিভিল সার্ভিস পরীক্ষায়। জানা গেছে এই ৭ জন পড়ুয়া ২০২৩ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলার এই স্টাডি সেন্টারে পড়াশোনা করে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয় গতকাল।

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাতজনের নাম হল অঙ্কিত আগরওয়াল, ব্রততি দত্ত, গৌতম ঠাকুরি, অনুষ্কা সরকার, ঋমিতা সাহা, পারমিতা মালাকার এবং মহম্মদ বুরহান জমান। সর্বভারতীয় স্তরে অঙ্কিত আগরওয়াল ২৯৭, ব্রততি দত্ত ৩৬৪, গৌতম ঠাকুরি ৩৯১, অনুষ্কা সরকার ৪২৬, ঋমিতা সাহা ৫৬৬, পারমিতা মালাকার ৮১২, মহম্মদ বুরহান জমান ৮২২ ব়্যাঙ্ক করেছেন।

আরোও পড়ুন : আগের থেকেও কঠিন! বড়সড় পরিবর্তন আসছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে, নয়া আপডেট সংসদের

ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার লিখিত পরীক্ষা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হয় ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস), ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস), ইন্ডিয়ান ফরেন সার্ভিস (আইএফএস), সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’ এবং সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’ পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে ১,০১৬ জন প্রার্থীর নাম।

students

এবার সর্বভারতীয় স্তরে প্রথম স্থান অধিকার করেছেন আদিত্য শ্রীবাস্তব। দ্বিতীয় স্থানে রয়েছেন অনিমেষ প্রধান। দোনুরু অনন্যা রেড্ডি অর্জন করেছেন তৃতীয় স্থান। আইএএস-এ ১৮০, আইএফএস-এ ৩৭, অইপিএস-এ ২০০, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘এ’-তে ৬১৩, সেন্ট্রাল সার্ভিসেস গ্রুপ ‘বি’-তে ১১৩ জনকে নিয়োগ করা হবে। ৩৭টি শূন্যপদ রয়েছে বিশেষভাবে সক্ষমদের জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর