বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি তাঁর বিয়ে নিয়ে যাবতীয় জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে স্মৃতির বিবাহের প্রসঙ্গে রীতিমতো সরগরম ছিল নেটমাধ্যম। এমনকি বিভিন্ন জল্পনার প্রসঙ্গও সামনে এসেছিল। তবে, স্মৃতি এবার স্পষ্টভাবে বলেছেন যে, এটি একটি ব্যক্তিগত বিষয় এবং তিনি তাঁর পরিবারের সঙ্গে এটি সমাধানের জন্য সময় চান। এর পাশাপাশি, তিনি পলাশ মুচ্ছলের সঙ্গে তার বিবাহ বাতিলের ঘোষণা করেছেন।
কী জানিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana):
স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের বিয়ে বাতিল: স্মৃতি মান্ধানা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা চলছে, এবং আমি মনে করি এই মুহূর্তে আমার পক্ষে কথা বলা গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, “আমি খুবই ব্যক্তিগত একজন মানুষ এবং আমি এটা এভাবেই রাখতে চাই. কিন্তু আমাকে স্পষ্ট করে বলতে হবে যে বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই রেখে দিতে চাই এবং আপনাদের সকলকে একই কাজ করার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের অনুরোধ করছি এই মুহূর্তে উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন এবং আমাদের এগিয়ে যাওয়ার অনুমতি দিন।
আরও পড়ুন: শুরু হয়ে গেল কাউন্টডাউন! জারি হল FIFA বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ শিডিউল, দেখুন তালিকা
স্মৃতি মান্ধানা আরও লিখেছেন, “আমি বিশ্বাস করি যে আমাদের সকলকে এবং আমার জন্য সর্বদা আমার দেশের প্রতিনিধিত্ব করা একটি উচ্চতর উদ্দেশ্যকে চালিত করে। আমি আশা করি যে, আমি ভারতের হয়ে খেলব এবং দীর্ঘ সময় ধরে ট্রফি জিতব, এবং এটাই আমার লক্ষ্য থাকবে। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। এখন এগিয়ে যাওয়ার সময়।”
আরও পড়ুন: “আমি খুশি যে আমরা দু’জনেই…”, সিরিজের সেরা কোহলি রোহিতকে নিয়ে যা বললেন, উচ্ছ্বসিত অনুরাগীরা
২৩ নভেম্বর বিয়ের দিন নির্ধারিত ছিল: জানিয়ে রাখি যে, সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিল গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাঙ্গলিতে। তবে, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধনার হঠাৎ অসুস্থতার কারণে বৈবাহিক অনুষ্ঠানটি স্থগিত করা হয়। হৃদরোগের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় শ্রীনিবাসকে। পরে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন পলাশও। এরপর বিয়ে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। তবে এখন, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ ভেঙে যাওয়ার ঘোষণা করলেন স্মৃতি মান্ধানা।












